মধ্যনগর প্রতিনিধি:
মঙ্গলবার (৫ আগস্ট) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলনের যৌথ উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত বিজয় র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। দুটি ইসলামী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আয়োজন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবু তাহের এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আলী হোসেন।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও জামায়াত নেতা মো. মোসাব্বির, জামায়াত নেতা সাজল আহমেদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ জুবায়ের শামীম, ০২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সভাপতি মাহী উদ্দিন খান মাহী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ও মো. মামুন হোসেন সহ প্রমুখ।
বক্তারা বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজ আবারও প্রয়োজন ইসলামি আদর্শে অনুপ্রাণিত হয়ে দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
তারা বলেন, একটি ন্যায়ের সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।