কলমেঃ রওশন রোজী
দুষ্ট চক্রের কালো ছায়া, ছড়ায় বিষের জাল,
ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথায়, কাড়ে সব্বার মাল।
আঁকে নানা ছকের ছবি, গোপনেতে বসে,
মানুষের দুর্বলতাকে পুঁজি করে হাসে।
নকল হাসির আড়ালে, লুকিয়ে থাকে লোভ,
বিষাক্ত ছোবলে কেড়ে নেয়, মানুষের সব সখ।
ভালোবাসার মুখোশ পরে, করে অভিনয়,
ফাঁদে ফেলে নিঃস্ব করে, দেয় চরম পরাজয়।
মিথ্যে প্রতিশ্রুতি আর, ছলনার যত গান,
তাতেই মেতে ওঠে কিছু, সরল মানুষের প্রাণ।
বিশ্বাস করে চোখ বন্ধ করে, সব দিয়ে দেয় যবে,
তাদের স্বপ্ন আর হাসি, কেড়ে নেয় হাসতে হাসতে তবে।
তবুও সব আলো নয়, ওদের ছায়া ঘিরে,
সত্যের আলো জ্বলে ওঠে, নতুন করে ধীরে।
সতর্কতা আর বুদ্ধি যদি থাকে মনে,
তবে আর হার হবে না, ওই দুষ্ট চক্রের সনে।