একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ সদর উপজেলায় উম্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে লটারির আয়োজন করা হয়।
জানা যায়, উপজেলার ২৬ টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য যাচাই – বাছাই শেষে অবশিষ্ট ৭৪ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ২৬জন ডিলার নির্বাচিত হন।
উম্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম মুশফিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী স্থানীয় ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচন একটি সুশ্ছ ও জবাবদিহি মূলক পদ্ধতি। লটারি বিজয়ীদের জনগণের বান্ধব হয়ে কাজ করার আহবান জানান তিনি।