বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন খুলনা – সাতক্ষীরা মহাসড়কের বানিয়াখালি নতুন রাস্তার মোড়ে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে এম্বুলেন্স যাত্রী তাসলিমা বেগম ময়না (৩৫), স্বামীঃ মোঃ আরিফুল মোল্লা, গ্রামঃ মৌতলা, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ সাতক্ষিরা নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ০৩ পথচারীসহ ০৫ জন। জানা যায় মোঃ আরিফুল ইসলামকে তার স্বজনরা এম্বুলেন্সযোগে সাতক্ষীরা থেকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। রোগীবাহি এম্বুলেন্সটি খুলনা -সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নিহতের স্বামী আরিফুল ইসলাম ও ভাসুর রিয়াজুল ইসলাম। এম্বুলেন্সের ধাক্কায় আহত হন লাভলী, মর্জিনা ও হাসিনা নামে ০৩ জন পথচারী।
দুর্ঘটনার খবর পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং নিহত তাসলিমা বেগম ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এই সংক্রান্তে বিষয়ে ডুমুরিয়া থানায় অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে পথচারী সহ ৬ জন আহত হয়েছে, এই বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে,