কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
যদি ভেজাও নীরবতায় দহন, শ্রাবণ তুমি আসো
মেঘের আড়াল পেরিয়ে দিও অল্প সান্ত্বনার বাসো।
চোখে জমা নোনাজলেই লিখি হাওয়ার চিঠিখানি,
দূরে থাকি, তবু কানে বাজে তোমার পদধ্বনি।
যাবার ক্ষণে ছুঁয়ে দিও কপোল, গোপন নীল আভা,
তোমার কণ্ঠে মিশুক বৃষ্টি, দিও শেষটা দাবা।
যদি রাগে ভাসি নীরবতায়, ভিজে থাকি শুধু,
তুমি তবে ফেলে যাও কুয়াশা, ভোরবেলার রুদু।
ছাতার তলায় বাঁধা রোদ, ছায়া হেঁটে চলে,
তোমার নামে রঙিন দাগ, কাদামাটি ছলে।
ফিরে এলে জোয়ার হয়ে, রেখে দিও নিশ্বাস,
তোমার ঠোঁটে ঝরুক ধারা, মেটে যাক সর্বনাশ।
না হয় আমি পথের ধুলায় লিখি তোমার নীল,
না হয় আমি মেঘের পিছে ছুটে যাই বিল-বিল।
শেষে যদি থামে গানে ভাঙা তালের সুর,
তুমি তবে বৃষ্টি দিও—থাকুক মনটা ভরপুর।