এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ শনিবার (১৬ আগস্ট) দুপুর ১টায় শুরু হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত এই সম্মেলন স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি করেছে।
উপজেলার এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, পতাকা উত্তোলনের মাধ্যমে।
প্রধান বক্তা ও অতিথিদের উপস্থিতি
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম (শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি)
শেখ মুজিবুর রহমান (সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি,খাদেম নিয়ামুল নাসির আলাপ (যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি)
বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম,কাজী কায়রুজ্জামান শিপন,, বাগেরহাট জেলা বিএনপি সদস্য মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, (সদস্য, জেলা বিএনপি)কেন্দ্রীয় তাতীলীগের যুগ্নআহবায়ক ডঃ কাজী মনিরুজ্জামান মনির, এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, পৌর বিএনপির সভাপতি পদে শিকদার ফরিদুল ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমূখসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতিএইচ এম শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস.এম. সাইফুল ইসলাম কবির.অর্থ ও দপ্তর সম্পাদক নাজমুল
সম্মেলনে ভোটার ছাড়াও শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা সমগ্র অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
কাউন্সিল ও নির্বাচন
সম্মেলনের দ্বিতীয়ার্ধে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুইজন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হবে।
১৬টি ইউনিয়ন থেকে ১,১৩৬ জন ভোটার এ ভোটে অংশ নেবেন।
প্রার্থীরা হলেন—
সভাপতি পদে:
শহিদুল হক বাবুল
অধ্যাপক আব্দুল আউয়াল
এফ.এম. শামীম আহসান
সাধারণ সম্পাদক পদে:
ফকির রাসেল আল ইসলাম
মেহেদী হাসান ইয়াদ
আফজাল হোসেন জোমাদ্দার
সাংগঠনিক সম্পাদক পদে (২টি):
অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু
খেলাফত হোসেন খসরু
মো. ইউনুস আলী আকন
মো. জাহাঙ্গীর হাসান লাভলু
মো. ফিরোজ তালুকদার
সম্মেলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।