মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার
আলহামদুলিল্লাহ, খুলনার কয়রা উপজেলার “কনেক বৈরাগি” এর ছেলে “তারা পদ বৈরাগি” বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং ০৩ খুলনা। ধর্মান্তরের সম্পর্কিত এ্যাফিডেভিট এর মাধ্যমে গত ২৬ জুন ২০২৫ তারিখ “আল্লাহ্” ও তার প্রেরিত নবী হজরত মোহাম্মদ (সাঃ) এর নীতি-আদর্শ মনে প্রানে উপলব্ধি করে স্থানীয় মাওলানা সাহেব এর নিকট উপস্থিত হয়ে, পবিত্র কালিমা “লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। বর্তমানে তার নাম ” মুহাম্মাদ মূসা”।
এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, “আল্লাহ্” যেন এই ভাইকে কবুল করেন,আমিন।