শরৎ এলো কাশ বনে
শরৎ এলো কাশ বনে
মেঘের ভেলায় চড়ে।
শরৎ এলো প্রজাপতিরা,
নানা খেলা করে।
শরৎ এলো নদীর কুলে
হাওয়ায় দুলে দুলে।
শরৎ এলো বর্ষা শেষে,
শিউলি ফুলে ফুলে।
শরৎ এলো হালকা হাওয়ায়,
মাঝিরা নৌকা বায়।
শরৎ এলো বনে বাদারে,
সবুজ ঘেরা গাঁয়।
শরৎ এলো ভাদ্র আশ্বিন,
সাদা শাড়ি পরে।
শরৎ এলো গায়ে গঞ্জে,
জেলেরা মাছ ধরে।
ন্যায় কাজ করো
ন্যায় কাজ সব করো,
অন্যায় কাজ ছাড়।
জীবন টাকে সুন্দর করে,
ধন্য করে তুমি গড়।
লোভ লালসা সব ছাড়,
লোকের হক কেন কাড়?
পথে ঘাটে খুন খারাপি,
চুরি চাঁদাবাজি কেন করো?
মাথার ঘাম পায়ে ফেলে,
উপার্জন করে যারা।
ওরা কষ্টের মর্ম বুঝেনা তো,
ভালো লোক নয় ওরা।
ন্যায় কাজ সব করো,
অন্যায় কাজ ছাড়।
পরের জমি দখল ছেড়ে,
সুখের জীবন গড়ো।
প্রতিহিংসা আজি ছাড়,
ন্যায়ের পথ সব ধরো।
মহান রবের খুশির জন্য,
ভালো কাজগুলি করো।
ছোট্ট পাখি টুনটুনি
ছোট্ট পাখি টুনটুনি,
গান গায় গুনগনি।
উঠান পাড়ের,
ঢিবির পাশে।
ডালিম গাছে,
পাতার ফাঁকে।
লেচ ঘুরিয়ে নাচে।
হঠাৎ করে ফুরৎ করে,
ডানা মেলে উড়ে চলে।
কিছু সময় আবার পরে,
ফিরে আসে ডালিম গাছে,
পাতার ফাঁকে লেচ
ঘুরিয়ে নাচতে থাকে।
মহাকালের মহামানবগণ
মহা কালের মহা মানবগণ,
ঘৃনিত হয়েছে তার নিজদেশে।
যদিও ভালো কাজ করেছিল,
ফল ভালো হয়নি অবশেষে।
নানা অপমান বঞ্চনা মিথ্যার
দায় চাপিয়ে দেয় তার ঘাড়ে।
ভালো কাজ অর্স্বীকা করে,
মন্দ কাজগুলো বাহবা নারে।
বাঙালি আমরা সেরা জাতি,
সবাই আবেগে হই বসবতি।
নিজের ভালো ঠিকই বুঝি,
অন্যের ভালোটা আর নাবুঝি।
নিজ জন্মভূমিতে পায়না সম্মান,
পায় শুধু লাঞ্চনা আর অপমান।
মানুষ আমরা বিশ্ব সেরা জাতি,
যুগে যুগে আসছে চলে বহমান।
বৃষ্টি পড়ে টিপ টিপ
বৃষ্টি পড়ে টিপ টিপ,
মেঘের দেশ থেকে।
কোলা ব্যাঙের ছানাগুলো,
উঠলো ডেকে ডেকে।
বৃষ্টি পড়ে টিপ টিপ,
ক্ষেত খামারের দেশে।
বিলের ধারে পদ্মফুল,
উঠলো ফুটে হেঁসে।
বৃষ্টি পড়ে টিপ টিপ
আষাঢ় শ্রাবণ মাসে।
ঘরের চালে বৃষ্টি পড়ে
খোকা খুকুরা হাসে।
বৃষ্টি পড়ে টিপ টিপ,
বর্ষা বাদল আসে।
বৃষ্টি পড়ে কৃষক ভাই,
ভীষণ ভালো বাসে।
বৃষ্টি পড়ে টিপ টিপ,
সারাদিন মান ধরে।
ছোট খোকা মায়ের কাছে
মজার ছড়া পড়ে।