স্টাফ রিপোর্টার
ইসলামী শরিআহ আইন বাস্তবায়ন, সমস্যা ও সম্ভাবনা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার আজ ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান কুরআন মজলিস বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করছে। ঢাকায় প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয় ১৯/এ, নয়া পল্টন, মজলিস ভবনে বাদ মাগরিব সেমিনার শুরু হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ সরকারি মাদরাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ইসলামি চিন্তাবিদ ও গবেষক ড. মুহাম্মদ জামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন কুরআন মজলিস বাংলাদেশ-এর আমীর মাওলানা মু: এমদাদ উল্লাহ।
সেমিনারে দারসুল কুরআন পেশ করবেন কুরআন মজলিস বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব হাফেজ মাওলানা আবুল কালাম আযাদ সিরাজী। পবিত্র কুরআনকে জানা, এর যাবতীয় বিধান বাস্তÍবায়নের লক্ষ্যে কুরআন মজলিস বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে কাজ করে আসছে।