বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো BILS-এর ৩য় বার্ষিক Rockland Retreat and Book Fair দুই দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতির মহামিলন ৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় বিএনপির বিজয় মিছিল ও দোয়া মাহফিল মধ্যনগরে ‘জুলাই বিপ্লব’ স্মরণে ও বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা” জগন্নাথপুরে গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল মধ্যনগরে দুটি ইসলামী দলের যৌথ আয়োজনে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত কবিতাঃ মানুষ-মানবতা কোন ষড়যন্ত্র – চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না- খায়রুল কবির খোকন বিশ্বম্ভরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত গল্প: “রাত ১০টার আড্ডা”

শিক্ষকের মর্যাদা রক্ষায় সকলকে সচেতন হতে হবে- ক্লিনটন হাওলাদার পাভেল

Coder Boss
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

বিশেষ প্রতিনিধি:

আদর্শ ও মানবিক বিশ্ব গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষায় ছাত্র-ছাত্রী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট স্পিন ডক্টর, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার ব্যক্তিত্ব, আমেরিকা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ক্লিনটন হাওলাদার পাভেল। নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ জাতি গঠনে শিক্ষা ব্যবস্থাকে আমূল সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন শিক্ষকের যথাযত বেতন কাঠামো, সুযোগ-সুবিধা ও মর্যাদা রক্ষা করা না গেলে শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়।
আজ শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন। তিনি বিশ্ব শিক্ষক দিবসে দেশ ও বিশ্বের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন, শিক্ষকের ঝন কখনো শোধ করা যায় না। উল্ল্যেখ্য অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষ্যে কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মহান শিক্ষকগন মানুষ গড়ার কারিগর হলেও শিক্ষকরা নিম্ন বেতনে চাকরি করে যাচ্ছেন। প্রাথমিক থেকে উচ্চ স্তরের শিক্ষকরা পর্যন্ত নানা দাবি আদায়ে মাঠে রয়েছেন। এদের মধ্যে চার লাখ প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ থেকে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়ে তিনি নলেন সমৃমানিত শিক্ষকগন যেন বৈষম্যের শিকার না হন। বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102