ঋণ শোধ পাখিটি পালালো
বিষাদের রেখা গুলো একটু বাঁকা হয়
যেমন ভিখারির খিদে একটু অন্যরকম।
সাদা পৃষ্ঠায় কলমও কিছু বলতে চায়
চোখ তো খোলাই থাকে কাজলেরা কত কথা বলে
চোখ থেকে নির্গত ধোয়া ধোয়ারথ
হোমাপাখি এসেছে সকালে।