সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের কারবালা মোড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১, আহত ২ আদালতে হাজিরা দিলেন ‘মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা ভুমি দস্যু জাকির হোসেন মুন্সী বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে: আনিসুল হক জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ পাশে থাকলেই সবাই আপন হয় না সখ করে স্বাধীনতা হারায় আহম্মক! মোরেলগঞ্জে ইংরেজ নীলকুঠি ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস-ঐতিহ্যের বেদনাবহ ধ্বংসস্মৃতি কবিতাঃ গাঁয়ের জীবনকথা জগন্নাথপুরে এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই

“আবার জাগতে হবে” কলমে: এস.এম অভি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

স্বরণ কর সোনালী জীবন
গ্রহণ কর সোনালী সভ‍্যতা,
হয়ে ঊঠ আইডিয়ালন।

সময়ত বহমান থাকে না তো অম্লান,
এইটতো চিরসত‍্য।আর ঘুমিয়ে স্বপ্ন দেখবে কতক্ষণ
ও বিশ্বের মানুষ আবারও জাগতে হে প্রতিক্ষণ।

আর কতকাল চলবে হাহাকার অন্যায় জুলুম অবিচার,
গড়ে উঠিনি আমরা সুশিক্ষিত
হয়েছি শুধু শিক্ষিত
,তাই তো এত নির্যাতন।

বিশ্ববাসী দেখে আছে,
দূর হবে কখন অশান্তি,
তাদের মনে স্বপ্ন জাগে আমরাই যেন পাই শান্তি!
আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে বিশ্বের মানুষ?জাগতে হবে প্রতিক্ষণ,ডাকছে তোমাই দেশ,হয়ে উঠ তুমি বেশ।

আরবের ময়দানে সাহস করল যারা,
ইসলাম বিদ্বোসীদের ধবংস করল তারা।
কিশোর বয়সে শহীদ হলো তারা,
হেই প্রিয় মানুষেরা।করেছিল যারা তাদের স্বরণ, অনুসরণ করেছিল তাদের জীবন
তাই তারা চিরস্মরণীয় আজীবন।

নেই কোনো শান্তি,আছে ভঙ্কর নীতি
আজ এই অধঃপতনের সৃতি।
হয়ে উটি আমরা আইডিয়ালন
দূর হবে দূর্নীতি,
গড়ে উঠবে ইসলামী সংস্কৃতি।

ঘুমিয়ে থাকলে চলবে না,
জাগতে হবে প্রতি সময়ে,
হতে হবে বড়,
যেতে হবে অনেক দূর,
আলোকিত করতে হবে প্রিয় বিশ্বটাকে,
তোলে দিতে হবে এই মানবজনতাকে।

জেগেছিল তারেক বিন যিয়াদ,
জাহাজে জালালো আগুন,
দুদিকে দুশমন,
মাঝপ্রান্তে বাহিনীর দল,
হায়দারদের দিল এক ভাষণ,
তাকবীর দিয়ে পোষণ করল একমত,
চললো ইতিহাসের অসীম যুদ্ব
লিখে পাঠালো থিওডিমি রাড়ারিককে,
পারি নাই স্পেন জয় করতে।
স্বীকার করল তারা শোচনীয় পরাজয়।
স্পেনে আবার উঠল কালিমার পতাকা আকাশে।
এইটা হলো ইতিহাসে অন‍্যতম পদ চিহ্ন।

সময় হয়েছে এখন পরিকল্পনা করার,
নতুন রুপে জীবনকে গড়ার,
সোনালী সভ‍্যতা বাস্তবায়ন করার,
নয়তো অন্ধকারে ডুবে যাওয়ার,
সময় হয়েছে ঞ্জানী বন্ধুর সাথে বন্ধুত্ব করার,
হয়েছে সময় এখন ইসলামী সংস্কৃতি প্রতিষ্টিত করার,
জাগা প্রয়োজন এখন ওরে মুসলমান
অপসংস্কৃতি ধবংস করার, জাগো মুসলিম
জাগো মুসলিম জাগো।

লোভের কারণে করেজিলাম যে পাপ,
সুঃখের আশায় পাব যে সাজ,
তৈরী করেছে এক ধবংসের গ্রহ!
যাকে বলি ইহুদির চক্রান্ত।
লড়তে হবে বীরের মত,
করতে হবে নিঃষফল ঔ বিষাক্ত পদার্থ।
হতে হবে আবার মোদের জাগ্রত।

আবেগকে করতে হবে নিয়ন্ত্রণ,
বিবেককে করার জাগার সক্ষম,
সময় হয়েছে করার পরিবর্তন,
জেগে উঠ মানুষ তুমি প্রতিক্ষণ।

চারপাশ অন্ধকার,
কে জ্বালাবে আলো?
ডাকছে তোমাই পৃথিবী,
গড়ে উঠ তুমি আইডিয়ালন,
জাগতে হবে প্রতিক্ষণ
করতে হবে এক অন‍্যান‍্য নীতি!
আবার আসবে মুসলিম সভ‍্যতার সৃতি।
(সংক্ষিপ্ত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102