কলমে: মো: জীবন চাঁদ
হয়তো কোনদিন হবে দেখা হয়তো ইচ্ছায় হয়তো অনিচ্ছায় আজ লালনেরাও একা
হয়তো কবিরা বন্দী হয়তো দুচক্রের ফন্দী হয়তো তিমির জাগেনা কবি হয়তো সবুজ উজারে মেতেচে দেবী
হয়তো আমি এক অবহেলিত কবি অবহেলিত জীবনে নাই যে সুখের ছবি