হাঁটলে আমি চাঁদ ও হাঁটে কেমনে বলো– মা? আমার মতো চাঁদের ও কি আছে দু’খান পা?
হঠাৎ আমি থমকে দাঁড়াই চমকে উঠি মা চাঁদ কেন থমকে দাঁড়াই? হিসাব বুঝি না!
মায়ে বলে তোমার আমার সৃষ্টিকর্তা রব, তাঁর ইশারায় চলছে আকাশ গ্রহ তারা সব।