মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জন সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় জমি বিরোধে ১৪৪ ধারা জারি- উপেক্ষা করেই মাছ ধরার অভিযোগ সাতকানিয়া আদালতে সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কবিতাঃ  আমার প্রিয় দেশ ব্র্যাক একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কবিতাঃ বাস্তবতা এমনই! চট্টগ্রাম দক্ষিণ জেলা ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি নিবার্চিত হলেন নজরুল ইসলাম নীরবতা—সবচেয়ে শক্ত জবাব ডিমলায় শুরু হলো ৫ দিনব্যাপী ‘৮ম উপজেলা কাব ক্যাম্পুরী’ ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি প্রাসঙ্গীক

*“স্বাধীনতার প্রকৃত ধারণা”*

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

কলমে: জুবায়ের আহসান

স্বাধীনতা মানে অন্য দেশের অধীনতা থেকে মুক্ত থাকা,
স্বাধীনতা মানে অন্য দেশের প্রভাব ও সংস্কৃতি থেকে বেঁচে থাকা।
স্বাধীনতা মানে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা,
স্বাধীনতা মানে দেশের জন্য যাবতীয় বিধি-বিধান রচনা করা।
স্বাধীনতা মানে আপন বিশ্বাসের স্বপক্ষে মত প্রকাশ করা,কথা বলা,
স্বাধীনতা মানে আপন ধর্মের বিধি-বিধান মেনে চলা।
স্বাধীনতা মানে খাওয়া-পরা,শিক্ষা-সংস্কৃতি সব ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্য বজায় থাকা,
স্বাধীনতা মানে অন্যের ক্ষতিসাধন বা অসম্মান না করে নিজের মত
করে বেঁচে থাকা।
স্বাধীনতা মানে জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা,
স্বাধীনতা মানে খাদ্য,বস্ত্র,বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুনিশ্চিত করা।
স্বাধীনতা মানে সততা,ন্যায়পরায়ণতা,
স্বাধীনতা মানে জনগণের সার্বিক নিরাপত্তা।
স্বাধীনতা মানে দেশকে ভালোবাসতে শেখা,
স্বাধীনতা মানে দেশের মানুষকে ভালোবাসতে শেখা।
স্বাধীনতা মানে একে অপরের সুখে দুখে পাশে থাকা,
স্বাধীনতা মানে জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে বিপদে আপদে
সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।
স্বাধীনতা মানে বিচার ব্যবস্থা ইনসাফের উপর প্রতিষ্ঠিত হওয়া,
স্বাধীনতা মানে কৃষক শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া।
স্বাধীনতা মানে জাতিতে জাতিতে হিংসা বিদ্বেষ দূর করা,
স্বাধীনতা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করা।
স্বাধীনতা মানে জাতীয় সম্পদের সু-সম বণ্টন,
স্বাধীনতা মানে অস্পৃশ্যতা ও জাত ব্যবস্থার বিলুপ্তী করণ।
স্বাধীনতা মানে সুষ্ঠ ও অবাধ নির্বাচন,
স্বাধীনতা মানে নারীর সতীত্বের সংরক্ষণ।
স্বাধীনতা মানে মাদক,ফেন্সিডিল,হেরোইন ইত্যাদি যাবতীয়
নেশা জাতীয় দ্রব্যের লাইসেন্স বাজেয়াপ্ত করা,
স্বাধীনতা মানে ধর্ষণের অনুঘটকগুলো নিষিদ্ধ করা।
স্বাধীনতা মানে পতিতাবৃত্তি চিরতরে নির্মূল করা,
স্বাধীনতা মানে শিশু শ্রম বন্ধ করা।
স্বাধীনতা মানে এন.পি.আর,এন.আর.সি, ইউনিফর্ম সিভিল কোড,
ওয়াকফ বিল প্রত‍্যাহার করা,
স্বাধীনতা মানে শিক্ষায় সন্ত্রাস ও গৈরিকীকরণ রোধ করা।
স্বাধীনতা মানে মেরুকরণের রাজনীতি বন্ধ করা,
স্বাধীনতা মানে জনগণের সার্বিক কল্যাণ সাধন করা।
স্বাধীনতা মানে হল মানবতাবোধে জাগ্রত হওয়া,
স্বাধীনতা মানে হল নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া।
স্বাধীনতা মানে ঐশী আলোতে জীবন গঠন,
স্বাধীনতা মানে অশ্লীলতা-বেহায়াপনা,ধর্ষণ-নারী-নির্যাতন,দুর্নীতি
ও সন্ত্রাস মুক্ত দেশ গঠন।
যে স্বাধীনতার মানদন্ড হবে নৈতিকতা,
যে স্বাধীনতার ভিত্তি বা বুনিয়াদ হবে একমাত্র নৈতিকতা।
অর্থাৎ ঐশী আলোর নিরিখে নিয়ন্ত্রিত স্বাধীনতা,
আপামর জনতার কাম্য হওয়া উচিত-এই নিয়ন্ত্রিত স্বাধীনতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102