বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুর সীমান্তে চোরাচালান রোদে বিডিআর এর আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ক্যাম্পের সীমান্তসহ জেলা গুলোর সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জের (২৮ বিজিবি ) ব্যাটালিয়ন এর সার্বিক আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তবর্তী বিজিবির ক্যাম্পের পাশে ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে, সিলেট বিজিবির সেক্টর কমান্ডার সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে আগের চেয়ে কঠোরভাবে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কেউ এই সীমান্ত এলাকাকে পুঁজি করে অবৈধ ব্যবসা না করতে পারে। সেই সাথে সুনামগঞ্জ জেলার সীমান্ত পথ ব্যবহার করে চোরাকারবারিরা ভারতীয় চিনি ও পেঁয়াজ এবং বাংলাদেশের সুপারি,মাছ, রসুনসহ বিভিন্ন পণ্য দেশ থেকে আদান-প্রদান করতে না পারে সেজন্য বিজিবি লোকবল বাড়ানো হয়েছে । সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ( ২৮ বিজিবি ) ব্যাটালিয়ন এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রমুখ,

সভায় উপস্থিত ছিলেন ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিলন মিয়া, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, চিনাকান্দি মাদ্রাসার আঃ হালিম সাহেব সহ এলাকার সাধারন ব্যক্তি, সভা শেষে সীমান্ত এলাকার অসহায় ৪ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102