বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন, এই দেশটি প্রতিটি মানুষের। বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে। প্রশাসনকে জনগনের দোড়গড়ায় নিয়ে যেতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। এ জন্য সবাই মিলেই যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। কারণ এই দেশটা আমাদের, প্রতিটি ধর্মে মানুষজন মিলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাওয়ার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, পরিবেশ রক্ষা করে মানুষের জীবন জীবিকার পথ প্রশস্থ করার আহবান জানান।

তিনি গতকাল সোমবার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীগণ সুনামগঞ্জ জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন । জেলা প্রশাসক পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করা, সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান (চলতি) নদী থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট দ্বারা দিনরাত অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, অবৈধ চিনি পিয়াজ চোরাচালানী বন্ধ, মাদক এবং চাঁদাবাজির বন্ধসহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান। হাওরের ফসল রক্ষা বাধঁ টেকসই করার উপর এবং অপ্রয়োজনীয় বাধঁ নির্মান করে সরকারী অর্থের অপচয় না করার অনুরোধ জানান। শহরের যানজট নিরসন করার জন্য একটি বাইপাস রাস্তা নির্মান করার পাশাপাশি অবৈধভাবে দখলে রাখা খালগুলো উচ্ছেদ করার দাবী জানান। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102