বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

কবিতা : প্রশ্নবিদ্ধ প্রেম

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

জানিনা!
কেনই বা দেখা হলো তোমার সাথে,
কেনই বা হলো ভাবের মিলন
দু- চোখের ইশারাতে।

তুমি কে?
জানিনা ক্ষনিকের পরিচয়ে
তুমি কেনই বা এসেছিলে আমার জীবনে,
সাজাবে জীবন থাকবে পাশে
স্বপ্ন দেখেছিলাম আমি সুখের ভুবনে।

তুমি কেনো করলে এমন?
কচ্ছপের গতিতে এসেছিলে জীবনে
জড়িয়ে পরেছিলাম তোমার মায়ার বাঁধনে,
ঝড়ের গতিতে তুমি গিয়েছো চলে
বিরহী জীবন বেঁচে আছে দুঃখের আলিঙ্গনে।

এমন তো ছিলো না হবার!
ক্ষণিকের জীবনে ক্ষণিকের প্রেম
ক্ষণিকের সুখের ছোঁয়া,
সুখের স্বপ্নে দুখের পৃথিবী
হৃদয় কালবৈশাখীর ঝড়ো হাওয়া।

আমি ভাবিনি,,
আমি দেখিনি সমুদ্রের উত্তাল জাগরণ
সমুদ্রের মাঝি মাল্লার হৃদয়ের কম্পন,
আমি তোমার প্রেমের জাগরন দেখেছি
হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ।
সুখের স্বপ্ন আর মিষ্টি কথায়
হয়েছিল তোমার আমার আলিঙ্গন,
তোমার চলে যাওয়াটা আমার ব্যর্থতা
ছলনাময়ী নারী তুমি শ্রেষ্ঠ উদাহরণ।

অজানা প্রেম!
মনের অজান্তেই হয়েছিলো
তোমার সাথে আমার পরিচয়,
মায়ায় জড়ানো ছিল বড় ভুল।
মনের অজান্তে ভাবের মিলন
চোখের জলে দিচ্ছি আজ ভুলের মাশুল।

প্রশ্নবিদ্ধ প্রেম,,
প্রেমের প্রতি আমার ছিলো ঘৃনা
হঠাৎ কেন জন্ম হলো উধারতা?
ভাগ্যলিপিতে হলো কলঙ্ক লেখা
প্রশ্নবিদ্ধ হলো প্রেম জীবনের ব্যর্থতা।
হাজারো প্রশ্ন প্রেমের প্রতি আমার
কাব্য কথায় হবে না শেষ,
ছলনার আড়ালে ভালোবাসার খেলায়
ধ্বংস হচ্ছে আজি দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102