বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

আনোয়ারা সরকারি কলেজে কাওয়ালী দুপুরে শিক্ষার্থীদের ঢল

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

আতিকুল হা-মীম; আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে ও মহানবী হযরত মুহাম্মদ(স) এর শুভাগমনের মাস উপলক্ষে আনোয়ার সরকারি কলেজে আয়োজন করা হয়েছে কাওয়ালী গানের আসর। ‘মুক্ত মঞ্চের’ আয়োজনে এতে অংশ নেয় তারেক আবেদীন, মিনহাজ, আলী জিন্নাহ, আহসান হাবীবসহ অন্যান্য শিল্পীরা

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ক্যাম্পাসের মাঠে হামদ-নাত কেরাতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল।

এতে অংশ নেওয়া সিয়াম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। এতে করে ক্যাম্পাস তার নিজস্ব গতি হারিয়ে ফেলে এবং অন্যান্য ছাত্ররাও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন এক আয়োজন যেন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরে এনে দেয়।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস জীবনে কয়েকবছরেও এরকম গানের আসর দেখেনি আনোয়ারা সরকারি কলেজের শিক্ষার্থীরা। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই গানের আসর যেন ক্যাম্পাসকে পুনরুজ্জীবিত করে তুলেছে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলে বিকাল ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102