সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি প্রাসঙ্গীক শিবগঞ্জে ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ ধর্মপাশার বাদশাগঞ্জ বাজারে আনিসুল হকের পক্ষে মিছিল ও পথ সভা বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে- আনিসুল হক নরসিংদী সদর উপজেলায় ব্র্যাকের নারী অভিবাসী ফোরাম সভা অনুষ্ঠিত ভারতীয় কবি পত্রলেখা ঘোষ এর একগুচ্ছ কবিতা বিএনপির কেন্দ্রীয় থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল শিবগঞ্জের কারবালা মোড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১, আহত ২

ধনীদের সম্পদে পরিবার, আত্মীয়-স্বজন ও গরিব প্রতিবেশীদেরও হক রয়েছে: সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে বক্তারা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া চট্টগ্রাম:

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) ৯ম দিবসের অনুষ্ঠান চট্টগ্রামের লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া খুটাখালী শাহজাদা আলহাজ্ব মাওলানা নুরুল হোছাইন। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হামিদ, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি অধ্যাপক ড. মাওলানা জাফরুল্লাহ, চট্টগ্রাম ইখওয়ানুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আইয়ুব আলী আনসারী।

বক্তারা বলেন ধনীদের সম্পদে পরিবার, আত্মীয়-স্বজন ও গরিব প্রতিবেশীদেরও হক রয়েছে, হাদীসের আলোকে জানা যায়, আমাদের সম্পদ আমাদের একার নয়। আমাদের সম্পদে আমাদের পরিবার, গরিব আত্মীয়-স্বজন ও গরিব প্রতিবেশীর ও হক রয়েছে। কেউ হয়ত উপার্জন-অক্ষম প্রতিবন্ধী, শিশু, গরিব আমাদের সম্পদে তাদের অংশও রয়েছে। তাদের রিযিকও আল্লাহ আমাদের সম্পদের মধ্যে দিয়ে দিয়েছেন। কাজেই আমাদের উচিত তাদেরকে নির্দিষ্ট অংশ দেওয়া। আপনার উপার্জিত সম্পদ পুরোটা নিজের মনে করে কাউকে দেওয়া অপ্রয়োজনীয় মনে করা দৃষ্টিভঙ্গিগতভাবে বড় ধরনের ত্রুটি। তবে এ কথা তাদের জন্য প্রযোজ্য হবে না, যারা উপার্জনক্ষম হওয়া সত্ত্বেও কিছুই করে না। আত্মীয়-স্বজনদের কেউ বিত্তবান হলে তারা কাজ করতে চায় না। বিত্তবানের প্রতি চেয়ে থাকে। এটা এসব গরিব আত্মীয়-স্বজনের চিন্তাগত ত্রুটি। তাদেরকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাওলানা মাহমদুল হক আজাহারী, এইচ.এম.মাহাবুবুল হক, মাওলানা আব্দুল মান্নান। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন হাফেজ সাঈদ সোহরাব তানসীর, হাফেজ মাওলানা রুকন উদ্দিন, ক্বারী মাওলানা আজিজুর রহমান, আহমদ হিজবুল্লাহ, মাওলানা আবদুল হাফিজ ফারুকী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102