শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ Time View


আব্দুস সামাদ, লালমনিরহাট প্রতিনিধি:

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে লালমনিরহাট জেলা বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাটের স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবর রহমান-এঁর সভাপতিত্বে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিদ্যুৎ কুমার পাল-এঁর সঞ্চালনায় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় লালমনিরহাট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ, ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হেলাল উদ্দীন সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উক্ত বৃক্ষমেলায় নানা ধরনের দেশি-বিদেশি ফলজ, বনজ, সবজি, ঔষধি এবং সোভা বর্ধনসহ ইনডোর ও আউটডোর গাছের নানা রকম সমাহার রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102