শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠান মানবিকতার আলোকবর্তিকা স্পেশাল ব্রাঞ্চের মানবিক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা কবিতাঃ জীবন কবিতা নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত জগন্নাথপুরে গণভোটের পক্ষে উৎসাহিত করলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক গ্রেটার ইসরায়েল শখ মুছে গেলো! জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া বিদ্যুৎ ফাউন্ডেশন: মানবতার আলোর পথে ধানের শীষে ভোট দেয়ার আহবান শোডাউনের মধ্যদিয়ে প্রচারণা শুরু করলেন তুহিন মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপিকে গণসংবর্ধনা, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন- অধ্যক্ষ আব্দুল আলীম

সিরাজগঞ্জে গভীর নলকুপটি পুনরায় চালু চান এলাকাবাসী

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০১ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী কবরস্হানের দক্ষিণে গ্রামপাঙ্গাসী মৌজার নিজামগাতী – গ্রামপাঙ্গাসী রাস্তায় অবস্হিত গভীর নলকুপটি তার সবকিছু হারিয়ে একদম এতিম হয়ে গেছে। তার দেখা শোনা করার মতো এখন আর কেউ নেই। শুধু নিরুপায় হয়ে পড়ে আছে মাটির নিচের পাইপটি। রক্ষণাবেক্ষণের অভাবে আর কিছুদিন গেলে এ পাইপটিও হারিয়ে যেতে পারে। এক সময় এই গভীর নলকুপটি ব্যবহার করে হাজার হাজার বিঘা জমি চাষাবাদ করতো অত্র এলাকার শত শত কৃষক। কিন্তু জনগুরুত্বপূর্ণ গভীর নলকুপটি রক্ষনাবেক্ষণের অভাবে কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছে অত্র এলাকার আশপাশের শত শত কৃষক। উল্যেখ্য, এই গভীর নলকুপের পাশ দিয়েই চলে গেছে বিদ্যুতের লাইন। হয়তো এটি পুনরায় চালু করার জন্য বিদ্যুতের নেই কোনো বাড়তি ভোগান্তি। সরেজমিনে দেখা যায়, এই গভীর নলকুপটির পাকা সেমি করা ঘর, ইঞ্জিনসহ সবকিছু হারিয়ে শুধু এতিমের মতো মাটির নিচে একা পড়ে আছে পাইপ ও মটরটি। এটিও যেকোনো সময় হারিয়ে যেতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। এলাকার বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, এই গভীর নলকুপটি চালু থাকলে প্রতি বছর গ্রীষ্মকালে পানির জন্য হাহাকার হতো না। তাছাড়া খরচও অর্ধেক কমে যেতো। এই গভীর নলকূপটি পূনরায় চালু করা হলে উপকৃত হবেন আমাদের মতো শত শত কৃষক। খোজ নিয়ে জানা যায়, বিগত দুইযুগ আগে কৃষকদের কথা বিবেচনা করে নির্মাণ করা হয় একটি গভীর নলকুপ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাত্র কয়েক বছর ব্যবহার করার পর পরই তা বন্ধ হয়ে যায়। সর্বোপরি দীর্ঘদিন ধরে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অত্র এলাকার শত শত কৃষক। এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের মোঃ আব্দুল খালেক বলেন, এই গভীর নলকুপটি পুনরায় চালু করা খুবই দরকার। গভীর নলকুপটি পূনরায় চালু করার জন্য আমি গ্রামের কতিপয় ব্যক্তির অনুমতি নিয়ে একক ভাবে উপজেলায় গিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি এবং এখনো করছি। এই গভীর নলকুপটি চালু করা খুবই দরকার। এমতাবস্থায় অত্র এলাকার শত শত কৃষকদের কথা চিন্তা করে এ গভীর নলকুপটি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102