মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

একুশ শতকের সেরা বাঙালি সম্মাননা পেলেন ভাঙড়ের শিক্ষক মহম্মদ মফিজুল ইসলাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৬২ Time View

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের পাওয়ার গ্রিড সংলগ্ন পোলেরহাট ২ নম্বর অঞ্চলের মাছিভাঙা গ্রামের শিক্ষক, প্রাবন্ধিক ও কবি মহম্মদ মফিজুল ইসলাম ‘একুশ শতকের সেরা বাঙালি ২০২৪’ পুরস্কারে ভূষিত হয়েছেন। রবিবার কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশন সংলগ্ন বিপ্লবী নলিনী গুহ সভাঘরে ‘আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকা’র শারদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে সম্পাদক ড.স্বরূপ মালাকার মহম্মদ মফিজুল ইসলামের হাতে এই পুরস্কার তুলে দেন। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চা, ক্যালিগ্রাফি ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পেয়ে মহম্মদ মফিজুল ইসলাম তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “আমার এই পুরস্কার সমগ্র ভাঙড়বাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আশা করি, বোমা, বন্দুক ও অশান্ত ভাঙড়ের বদনাম ঘোচাতে এমন একটি সম্মাননা ভাঙড়ের হৃত গৌরব ফিরিয়ে আনতে কাজে লাগবে।” তিনি আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকা’র সম্পাদক সহ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।

এদিনের অনুষ্ঠান সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তুষার মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ মুখোপাধ্যায়, গিনেস বুক রেকর্ডধারী লেখক পৃথ্বীরাজ সেন, শিক্ষাবিদ ড.শ্যামল গুপ্ত, উচ্চাঙ্গ সংগীত শিল্পী জয়কুমার ধারা, কবি আসাদ আলি, ড. অভিজিৎ দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সুপ্রিয়া ঘোষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102