শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

কবিতা: আধুনিক!

Coder Boss
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ Time View

কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

শহরে তে জন্ম আমার গেঁয়ো নই আমি
গেয়ো যদি দেখতে চান ঘরে আমার স্বামী,
দেখলে তাকে মনে হয় জমি চষে এলো
জানিনা কিভাবে সে রাজধানী জায়গা পেলো?

উপরে সে ফিটফাট মনটা তার ঘষে না
পাক সাব অজু গোসল প্রশ্নই আসে না,
স্যুট পরলে মন হয় আনস্মার্ট কারে কয়
টাইয়ের ‘নট’ বাঁধা শিখতে সময় নিলো মাস ছয়!

আমি কিন্ত এদিক থেকে সেরা আধুনিক
নায়িকাদের ফলো করি শত ভাগ ঠিক,
বলিউডের নায়িকাদের সব ড্রেস কিনি
মাধুরি অনুস্কা রেখা সবার পছন্দ জানি!

চুমকি জরি আর নানা রঙের লেস
ভর্তি আছে আমার চারপাঁচ টা সুট কেস,
চার ইঞ্চি হিল জুতা আছে দশ জোড়া
হিল ছাড়া জুতা হলে একদম আমি খোঁড়া!

জুতার সংখ্যায় আমি ‘ইমেলদা মার্কোস’
‘ফিলিপাইন’ যাইনি কভু তাতে নাই আফসোস,
রোডে যখন চলি আমি হাটি টিক টিক
তাই তো বলি আমি অতি আধুনিক!

বিদেশ ঘোরা তেও আমার আছে আধুনিকতা
আজ যদি ‘নেপাল’ থাকি কাল ‘কলকাতা’,
মার্কেটিংয়ে আছে আমার আরো আধুনিকতা
‘থাইল্যান্ড’ ‘সিঙ্গাপুর’ আর যাই ‘জাকার্তা’!

‘মোস্তফা মার্কেট’ আমার প্রিয় ‘সিঙ্গাপুর’
‘ম্যারিডিয়ান’ হোটেল প্রিয় গেলে ‘কুয়ালালামপুর’,
‘এ্যামবেসেডর’ হোটেলে আমি ব্যাংকক গেলে উঠি
এইভাবে দেশে থেকে দেশান্তরে ছুটি!

‘ব্যাংককে’ জুতা কিনলে ‘সিঙ্গাপুরে’ মোজা
‘থিম্পু’ ঘুরে ঘুরে লিপস্টিক খোজা,
হাটি যখন রাস্তায় ব্যাগ থাকে ঘাড়ে
বদমাশ ছেলেগুলো তাকায় আড়ে আড়ে!

কথা বললে কারো সাথে ইংলিশ বাংলা মিশে যায়
ভুল ইংলিশ বলে আমি পরে করি হায় হায়,
বন্ধু খোজার মাধ্যমে আমার ‘আইডি টা’ ফেজবুক
আপনাদের কি মনে হয় না, আমি সবচেয়ে “আধুনিক?”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

সরিষাবাড়িতে তুখোড় ছাত্রদল সেক্রেটারি সহঃঅধ্যাপক রুকন আর নেই মতিউর রহমান,সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচীব ও সরিষাবাড়ি কলেজের মার্কেটিং বিভাগের সাবেক সহঃ অধ্যাপক মাজহারুল ইসলাম রুকন গত রাত ২:৩০ ঘটিকায় উত্তরা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।ইন্নাহ,,,,,রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মহাদান ইউনিয়নে জন্মগত নাগরিক ও স্থায়ী বসতি শিমলা টাউন। মরহুম রিয়াজ উদ্দিন ডাক্তারের ২য় সন্তান মাজহারুল ইসলাম রুকন। মৃত্যুকালে তিনি ৩ ভাই ২ বোন ও স্ত্রী- সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। ৭ ডিসেম্বর বাদ আছর সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট হাই স্কুল মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাযে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,সরিষাবাড়ি কলেজের সহঃ অধ্যাপক খায়রুল আলম শ্যামল,আমিমূল এহসান শাহীন,পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন,সাধারণ হসম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অধ্যাপক /শিক্ষকবৃন্দ/ কর্মচারীবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ ও অসংখ্য গুনগ্রাহি উপস্থিত থেকে বিদহী আত্মার মাগফেরাত কামনা করেন।

© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102