প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৫:৫৬ এ.এম
কবিতা : ক্ষনস্থায়ী
মো: মাহে আলম আখন
ঝড়া পাতা ঝড়ে বুঝিয়ে দেয়,
পৃথিবীর কোন কিছু চিরস্থায়ী নয়।
নদীতে ভাটা এসে বুঝিয়ে দেয়,
জোয়ার কোনদিন স্থায়ী নয়।
জীবনে বার্ধক্য এসে বুঝিয়ে দেয়,
যৌবন কখনো থাকবার নয়।
ঘুম এসে বুঝিয়ে দেয়,
শরীরটা লোহা নয়।
রাত এসে বুঝিয়ে দেয়,
সারা জীবন সুখের নয়।
মরন এসে বুঝিয়ে দেয়,
পৃথিবী থাকার জায়গা নয়।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com