সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ ধর্মপাশার বাদশাগঞ্জ বাজারে আনিসুল হকের পক্ষে মিছিল ও পথ সভা বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে- আনিসুল হক নরসিংদী সদর উপজেলায় ব্র্যাকের নারী অভিবাসী ফোরাম সভা অনুষ্ঠিত ভারতীয় কবি পত্রলেখা ঘোষ এর একগুচ্ছ কবিতা বিএনপির কেন্দ্রীয় থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল শিবগঞ্জের কারবালা মোড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১, আহত ২ আদালতে হাজিরা দিলেন ‘মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা ভুমি দস্যু জাকির হোসেন মুন্সী বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে: আনিসুল হক

জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র ১৫ বছর পূর্তি উদযাপন

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

সিলেট প্রতিনিধি:

 

জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র ১৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৬ ডিসেম্বর ২৪ইং) বেলা ৪টায় বৈচিত্র্যময় সিলেট কর্তৃক আয়োজিত সিলেট উপশহরস্থ একটি কনফারেন্স হলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ বছর পূর্তি উদয়াপন পালিত হয়।

 

৪ সেপ্টেম্বর ২০০৮সাল থেকে সিলেট থেকে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকাটি সম্পাদক আবুল কাশেম রুমন ২০২৪ইং পর্যন্ত নিয়মিত প্রকাশনাটি অব্যাহত রেখেছেন। প্রতি বছরের ন্যায় চলতি বছর বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক ও কর্মরত সাংবাদিক, স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে নানা আয়োজন করা হয়।

 

১৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী কবি ও সাহিত্যিক ডক্টর মো. বদরুল আলম সোহাগ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদয়াপন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি গভীর ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ ১৫ বছরের যাত্রায় পত্রিকাটি যে ভাবে সততা, ন্যায় পরায়ণতা, এবং জনকল্যাণমূলক সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

 

বৈচিত্র্যময় সিলেট পত্রিকা শুধুমাত্র একটি সংবাদপত্র নয়, এটি সিলেটের সংস্কৃতি, ঐতিহ্য এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। এই অর্জন শুধু পত্রিকার নয়, এটি আমাদের সমাজ এবং সাংবাদিকতার জন্যও এক গর্বের বিষয়।

 

আমি ওই পত্রিকার সম্পাদক, সাংবাদিক এবং কর্মরত সকল কর্মীদের ধন্যবাদ জানাই, যারা নিরলস প্রচেষ্টা এবং পেশাদারিত্বের মাধ্যমে এই পথচলাকে সফল করেছেন। পত্রিকাটি ভবিষ্যতে সব সময় সাহসিকতার সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা।

 

সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার বার্তা সম্পাদক রুহুল ইসলাম মিঠু’র পরিচালনায়,পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর সভাপতিত্বে ০৬ ডিসিম্বের ২৪ইং (শুক্রবার) বেলা ৪টায় অনুষ্ঠানের শুরুতে ইয়াকুব আলী তুহিন’র কোরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে বৈচিত্র্যময় সিলেট’র ১৫ বছর পূর্তি উদয়াপন অনুষ্ঠিত হয়।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আহমেদ হোসাইন ছানু,সিলেট জেলা কর আইনজীবী সমিতির সমাজ কল্যাণ সম্পাদক, মো. জহিরুল ইসলাম রিপন, সাপ্তাহিক ইউনানী কন্ঠ পত্রিকার সম্পাদক আক্তার হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে তারা বলেন, নির্ভিক সাংবাদিকতায় বৈচিত্র্যময় সিলেটের অবদান অতুলনীয়। বাংলাদেশের অনেক জেলা শহরের চেয়ে সিলেটের সাংবাদিকতার মান অনেক উন্নত। এখানকার সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে বস্তুুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছেন। মেধা, দক্ষতা, নীতি-নৈতিকতায়ও তারা অগ্রগামী।

 

এখানকার অধিকাংশ সাংবাদিক সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এক কথায় সিলেটের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় সাংবাদিকদের অবদান অতুলনীয়,অবিস্মরণীয়।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক কবি নুরুদ্দীন রাসেল,সিলেট সিটি প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, বৈচিত্র্যময় সিলেট পত্রিকার হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি বাদল আহমদ, সাংবাদিক কামাল আহমদ, সাংবাদিক তোফায়েল আহমদ, ব্যবসায়ী নাজিম উদ্দিন, সাংবাদিক ইসমাইল আলী টিপু, সিনিয়র কবি ও সাহিত্যিক মিজানুর রহমান মিজান, কবি ও সংগঠক মোহাম্মদ আরজু মিয়া, সাংবাদিক কবি ও সাহিত্যিক হাফিজুল ইসলাম লস্কর, কবি অজিত কুমার সিংহ, কবি ও সংগঠক মোহাম্মদ শামিম মিয়া, কবি ও সাংবাদিক ইয়াকুব আলী তুহিন প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে বৈচিত্র্যময় সিলেটের পক্ষ থেকে সম্পাদক আবুল কাশেম রুমন প্রধান অতিথি হাইকোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী কবি ও সাহিত্যিক ডক্টর মো. বদরুল আলম সোহাগ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান শেষে জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102