রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জগৎটা কি সত্যিই মিথ্যার উপর দাঁড়িয়ে? বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বাহার উদ্দিন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্ষকরী সদস্য নিবার্চিত রাহী ওয়ান ট্রাভেলস এর চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী’ “সিআইপি” মনোনীত, সর্ব মহলের অভিনন্দন গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ডোমারে ব্যতিক্রমধর্মী চিকিৎসা ঘটনা: এক শরীরে দুই মাথার নবজাতকের জন্ম, অল্প সময়েই মৃত্যু নীলফামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশের শ্রদ্ধাঞ্জলি পীরগাছায় রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ কবিতাঃ নিরীহ এক কান্না

হে আমার দেশ!

Coder Boss
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আপনি জানেন কি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় কত মানুষ কত দেশ প্রত্যক্ষপরোক্ষভাবে সাহায্য করেছিলেন, জীবন দিয়েছিলেন যাদের আমরা চিনি না, ইতিহাস ও তাদের নিয়ে রচিত হয় নাই! ঠাঁই পায় নাই ইতিহাসের পাতায় সে-সব জীবন অর্থ শ্রম উৎসর্গ কারী মানুষ গুলো!!

আমেরিকার নিউইয়র্ক বন্দর থেকে যখন শীপ ভর্তি করে অস্ত্র নিয়ে জাহাজ করাচি বন্দর মুখো রওয়ানা হয় তখন এত বড় শীপের সামনে আটলান্টিক সমুদ্র বন্দরে সামান্য ডিঙ্গী নৌকা নিয়ে যে কয়জন বাঙালি শীপের সামনে গিয়ে দাড়িয়ে বাঁধা দিয়েছিলেন তাদের আপনি আমি চিনি, লেখা হয়েছে কি কোন ইতিহাসের পাতায় তাদের নাম?
চিনেন অধ্যাপক নাট্যকার মমতাজউদ্দিন কে যিনি “সোয়াত শীপ” চিটাগং সমুদ্রে জেটিতে ভিড়লে লোক জড়ো করতে নাটক মঞ্চস্থ করেছিলেন “লালদীঘি ময়দানে”, প্রায় ৮০ হাজার লোকের আগমন ঘটেছিলো মমতাজ উদ্দিনের নাটক দেখতে। সেখান থেকে বিরাট মিছিল এসেছিল সোয়াত শীপের অস্ত্র খালাস বন্ধ করতে!
চিনেন সে-ই আওয়ামী নেতা হান্নান সাহেবকে যিনি বার বার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ঘোষনা পত্র পাঠ করেছিলেন এবং তিনি বেতার কেন্দ্র স্হাপতি বেলাল আহমেদ কে বলেছিলেন, ” আমরা তো সিভিল লোক একজন সেনা অফিসার কে ডেকে আনুন যিনি পাঠ করলে মানুষ যুদ্ধে উদ্ভূত হবে!”
চিনেন “বেলাল আহমেদ ” কে যিনি মেজর জিয়াকে বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন? ” তখন মেজর রফিক চিটাগং শহর রক্ষায় যুদ্ধ চালায় যাচ্ছেন!

যে লোকগুলো সোয়াত শীপের অস্ত্র খালাসে বাঁধা দিতে এসে (শতাধিক) পাকিস্তান নেভীর মেশিন গানের গুলিতে জীবন দিয়ে গভীর সমুদ্রে লাশ হয়ে নিক্ষিপ্ত হয়েছিলেন? চিনেন সেই ডক শ্রমিক লীডার — আহসান উল্লাহ রহমান উল্লাহ অতুল বাশার নজরুল ওমর —
চিনেন অস্ত্র খালাসে গড়িমসি করার জন্য “বিগ্রেডিয়ার মজুমদার” কে ঢাকা বদলি করে পাঞ্জাবি “মেজর আনসারি” কে আনা হয়েছিলো, যার নির্দেশে এতগুলো লোক হত্যা হয় “নিরুপায় মেজর জিয়ার” সামনে একই জেটিতে! তিনি তখন শত পাঞ্জাবি সেনা বেষ্টিত!

জানেন কলকাতা শরনার্থী শিবিরে ত্রানের জন্য “লতা মুঞ্জস্কর” কত টাকা দিয়েছিলেন? সাদা চেক, বলেছিলেন, যত ইচ্ছে অংক বসায় নিও! জানেন, দিল্লিতে তাজউদ্দীন কে, কে ইন্দিরা গান্ধীর সাথে পরিচয় করায় দিয়েছিলেন, ইনি ই মুজিবের তাজউদ্দীন, আনিসুর রহমান ও রেহমান সোবহান! সেই ২ রা এপ্রিল ১৯৭১ ইন্দিরা জি বলেছিলেন, “No recognition before forming Government, India can’t go for acceptance/ Acknowledgement for a person rather comes a Government! ”
জানেন তাদের যারা বাংগালী এক কোটি শরনার্থীর জন্য নিউইয়র্ক সিটিতে কনসার্ট করেছিলেন “রবী শঙ্কর’
থেকে বাঘা-বাঘা ওস্তাদ রা!

পাক প্রেসিডেন্ট ইয়াহিয়ার উপদেষ্টা ” মিঃ চৌধুরী তার
“Last days of United Pakistan” এ লিখেছেন, ” কেন আমেরিকা তার “সপ্তম নৌবহর এন্টারপ্রাইজ” নিয়ে পিছিয়ে গেলো? কেন গ্রেট বৃটেন তার নৌবহর ঈগল নিয়ে মাদাগাস্কার দ্বীপ থেকে ফেরত গেলো? সোভিয়েত রাশিয়ার শত নেভাল ফ্লিট ততক্ষণে ভারত মহাসাগরে উদাম নৃত্য করে বেড়াচ্ছে, সাথে ছিলো গাইডেড মিশাইল, পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন, এ্যাটাক হেলিকপ্টার, Ref. 14 th December 1971 New York Times.
গোপনে কিসিঞ্জার পিন্ডি হয়ে বেইজিং গেছিলেন এবং কথা ছিলো, ভারত পাকিস্তান আক্রমণ করলে চীন পাল্টা আক্রমণ করবে! ” প্রতি উত্তরে “ব্রেজনেভ” বলেছিলেন, “চীন একটা বুলেট ছুড়লে রাশিয়ান হাজার দশ সেনাকে বেইজিং উপস্থিত পাবে! ” মনে রেখেছেন সেই ব্রেজনেভ কে? কেন চীন সাহস পেলো না পাল্টা আক্রমণ করতে! কেন মার্কিন অনুরোধ রাখলো না?
কোন দেশ ৮/৯ বার ভেটো দিয়েছে আপনার দেশের স্বাধীনতা পর্ব তাড়াতাড়ি শেষ করতে, অস্ত্র বিরতি হলে আর বাংলাদেশ স্বাধীন হবে না! বিশ্ব যুদ্ধের ঝুকি নেয়া সেই “ইন্দিরা গান্ধী” কে মনে রেখেছন, যিনি মার্কিন প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীর সাথে স্পেশাল সিটিং এ বলেছিলেন,
“The whole world can see silently the Genocide in Bangladesh but I can’t see it Falling tear!”
তিনি বেরিয়ে এলে তাকে, মার্কিন প্রেসিডেন্ট নিক্সন গালি দিয়েছিলে কুত্তী বলে, “We are passing the days with an Old Beach.! ”

কোন দেশটা পাকিস্তানের ধ্বংস করা বিদ্যুৎ স্টেশন গুলো মাত্র এক মাসে চালু করে দিলো, গোয়ালপাড়া সিদ্বির গঞ্জ, ঘোড়াশাল? কোন মেজর আপনার ৫০ টা নদী মাইন সুইপিং করে লঞ্চ স্টিমার চালু করে দিলো। দুর্ভাগ্য সেই সোভিয়েত মেজর নিজে রূপসা নদীর তলদেশে কাঁদায় আটকে যাওয়া মাইন ব্যর্থ সেনা ডুবুরেদের বাদ দিয়ে নিজে তুলে আনতে মাইন বিস্ফোরণে জীবন দিলেন! মনে রেখেছেন ভারতের ১২ হাজার জীবন দেয়া সেনা কে? কেন ভিয়েতনামের মত ২০ বছর লাগে নাই স্বাধীনতা আনতে, তিন লাখ নারী ধর্ষণের শিকার হয়েছে ভিয়েতনামের মত দশ লাখ ধর্ষিত হওয়ার আগে স্বাধীনতা পেয়েছি! আজ খুঁজতেছে স্বাধীনতার পর ভারত নাকি লুটপাট করেছে, পাকিস্তান কি রেখে গেছিলো, জিয়াউর রহমান আমল পর্যন্ত জুটমিল পেপার মিল গ্লাস মিল টেক্সটাইল চিনির মিল মদের কেরু কোম্পানি গাজীপুরের মেশিন টুলস অর্ডিন্যান্স ফেক্টরি আদমজী বাওয়ানী সব চালু ছিলো, তা হলে ভারত কি নিয়ে গেলো, সোভিয়েত ইউনিয়ন কি নিয়ে গেলো?

আহাম্মক জাতিকে ভন্ড ধার্মিক রা বুঝায় যারা জানে না What is Revolution, Genocide, Independence, Sovereignty of a country, জানেনা আমেনু মুমিনু পার্থক্য, যাদের নাই তাকওয়া পূর্ণ জীবন, সততা, যারা জানে না মিথ্যা বলা গরীবের অর্থ চুরি জেনার থেকে বড় কবিরা গেনাহ! যারা নির্বাচন দিতে ভয় পায়, স্হল যানে চলতে সাহস নাই হেলিকপ্টারে চড়ে জন রোষানলের ভয়ে, দ্রব্য মূল্য সিন্ডিকেট ভাঙে না, সীমান্ত রক্ষা করে না তাদের পরিবর্তন পরিবর্ধন স্হায়ী করতে পার্লামেন্ট প্রয়োজন বোঝে না, বোঝে না দেশ চালাতে গ্রাম পরিবার ব্যক্তি পর্যন্ত শিকড় থাকা প্রয়জন! তারা এত বছরে মাটির গভীরে প্রথিত শিকড় ওয়ালা রাজনৈতিক দলকে মাইনাস করতে চায়, বিশ্বের সবদেশের স্বীকৃত জাতিসংঘের সদস্য দেশের স্বাধীনতা মুছে দিতে চায়, ৩০ লক্ষ শহীদের ‘রক্ত’ তিন চার লাখ মা বোনের ‘ইজ্জত’ নিয়ে ছিনিমিনি খেলতে চায়!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102