শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিবেকানন্দ র জন্মদিন ও মাস্টারদা সূর্যসেনের মৃত্যু দিবস পালন “উজান‌ ধারা” র

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ Time View

মতিয়ার রহমান
মুরারই ,বীরভূম

গত ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মুরারই এ. কে.ইনস্টিটিউটশনের সভাকক্ষে। ওইদিন আবার মাস্টারদা সূর্য সেনের ৯১ তম মৃত্যুবার্ষিকীও। সকাল সাড়ে দশটায় সাগর দাসের “সবারে করি আহ্বান” সঙ্গীতের মধ্য দিয়ে সভার শুরু। স্বামী বিবেকানন্দ ও মাস্টারদা সূর্যসেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই।একঝাঁক তরুণ শিক্ষক মশাইদের সদ্যজাত উজান ধারা সাহিত্য পরিবার এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেন। এখানে শিক্ষক এমাজউদ্দীন সেখের সম্পাদিত উজান ধারা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় কৃষ্ণ দলুই ও কবি গুরু কলেজ অব এডুকেশনের মহাপরিচালক মেহেদী হাসান। স্বাগত ভাষণ দেন সম্পাদক এমাজউদ্দিন সেখ।
সভায় কবিতা পাঠে অংশ নেন অমূল্য রতন মাল, মহম্মদ নেজামদ্দিন, আবুল কালাম আজাদ, ধ্বজাধারী দত্ত, শান্তনু দাস। সভায় বক্তব্য রাখেন অণুগল্পকার ভ্রামণিক মতিয়ার রহমান, অধ্যাপক বিজয় কৃষ্ণ দলুই , মেহেদী হাসান, শিশু পাঠ ভবনের কর্ণধার সুখেন্দু শেখর কাদিয়া, দীনবন্ধু দাস, মীর মশাররফ হোসেন, বাঞ্ছারাম মাল প্রমুখ। অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ করে নেন উদ্যোক্তাদের পক্ষে ছন্দা ও শেলি ম্যাডাম ‌নাচ গান কথা কবিতায় শেষ পৌষের রোদ্দুর সকালটা বেশ ভালোভাবেই কেটে যায়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক, সুসংগঠক ও প্রবীণ সম্পাদক রাজেন্দ্র সাহু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102