প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৩:৩০ পি.এম
কবিতা – মক্তব
কবি মিজানুর রহমান লাহোরি
আয় মুসলিম ছেলে-মেয়েরা
মক্তবেতে যাই।
সূর্য ওঠার পরে মোদের
ঘুমিয়ে থাকতে নাই।
কোর'আন-হাদিস পড়বো মোরা
মক্তবেতে গিয়ে।
আরো পড়বো দোয়া-কালাম
মাথায় টুপি দিয়ে।
যত-টুকু শেখা ফরজ
শিখতে মোদের হবে,
এখন যদি ঘুমিয়ে থাকি
শিখবো মোরা কবে?
মুসলিম হয়ে যদি মোরা
না শিখি কুর'আন
রোজ হাশরে আল্লাহ মোদের
করবে না মেহেরবান।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com