শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার জগন্নাথপুরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এমপি প্রার্থী তালহা আলম বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের সমথর্নে গণসংযোগ নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার আধুনিক ও উন্নত সেবার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু লোহাগাড়ায় রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক বহিষ্কারাদেশের চিঠি পেয়ে আমি ব্যথিত নই; বরং আমি আনন্দিত: শফিকুল ইসলাম রাহী শিরক-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠান মানবিকতার আলোকবর্তিকা স্পেশাল ব্রাঞ্চের মানবিক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা

কমলেশ হালদার এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ Time View

শ্রদ্ধার পতাকা
==========

চারিদিকে আজ হানা- হানি,
চলছে দেশ ও পতাকার অবমাননা,
এই নাকি শিক্ষিত সমাজ মনে দিয়ে যায় শুধু যাতনা!

কেউ দেখি পতাকায় লাথি মারচ্ছে পুড়িয়ে করছে ছাই,
এমন শিক্ষা কে দিলো মোদের?

সমাজ নিচ্ছে না তার দায়!
দেশভক্তি দেখাতে গিয়ে যারা শ্রদ্ধা গেছে ভুলে,
বিদ্ধেষী মনোভাব পোষণ করেন
এ পাপের উদ্ভব হয় সবিই অশিক্ষার মুলে।

কোন্ পতাকার অবমাননা করার কারো নেই তো অধিকার,
অবাক বিশ্ব জানি না কেন আছে যে, নির্বিকার!

আমার দেশের পতাকা যেমন আমার কাছে শ্রেষ্ঠ,
দেশ কে আগিয়ে নিয়ে যেতে মোদের হতে হবে বলিষ্ঠ।

জ্ঞান গরিমা সদাই মোদের বড় সম্বল,
দেশ শাসকের কুপ্রভাবে দেশে ভরছে আজ জঞ্জাল।

সকল দেশের পতাকার প্রতি মোরা সদাই হয় যেন শ্রদ্ধাশীল,
এক অপরের ভাতৃত্বের মেলবন্ধনে বৈচিত্র্যময় এ ধরা হবে ঠিক সুশীল।

————————–
প্রকৃতির প্রতিশোধ
————————–

শরৎ এর আকাশ আজ
ঘন অন্ধকারে ছেয়ে,
চারিদিকে স্তব্ধতার রেশ
জানি না কি আসবে ঝড় ধেয়ে!

তবে শুনেছি ডানা ঝড় নাকি মেলছে তার ডানা,
উষ্ণায়নে জেড়বার সমুদ্র সৈকত হয়েছে আজ কানা।

বায়ুমণ্ডলের তাপমাত্রা অতিক্রান্ত সীমানা ছেড়ে ,
তাই এই কর্মফল আছড়ে পড়ে।

প্রলয় দাপটী ডানা ঝড়
কোন কুলে যায়,
দীধাগ্ৰস্ত জীবকুল
অশীন ভয়ে তিমির নিস্তব্ধতায়।

প্রবল বর্ষণে মাঠ -ঘাট জলে ভরা ,
সোনালী ফসল জলের তলায় নেই’কো তাদের সারা।

শালুক ,পদ্ম বিষাদ সুরে দুলিয়ে তাদের মাথা ,
ক্ষয়ক্ষতি সীমাহীন
কে’যে হবে ত্রাতা!

ভয়ে স্তম্ভিত কম্পিত আজ জনজীবন,
বাঁচার আশায়
এক সূতায় হয়েছে গাঁথা।

নানাবিধ আয়োজন দেখি প্রতিকূলতা রুখতে,
চিঁড়া, মুড়ি ,গুরের স্বাদ হবে এবার চাকতে।

তাপপ্রবাহ পরিবেশে হয়েছে আজ বিলীন,
শীতের স্নিগ্ধতার সাদর অভ্যর্থনা আশমান হতে জমিন।

মোদের কর্ম কান্ডের ফলপ্রসূত এই অনাসৃষ্টি,

পরিবেশ বান্ধব নয় মোরা নিজেদের স্বার্থে থাকে সর্বদা দৃষ্টি।

প্রকৃতিই আসল সম্পদ এই ধরাধামে,
বেঁচে থাকা -প্রকৃতিকে বাঁচিয়ে রাখায় ব্রতী হতে হবে তনে -মনে।

ক্ষয়িষ্ণুতার মাঝে আছে বিষাদের মূর্ছনা,
প্রকৃতিকে রক্ষা করলে এই বিপর্যয় আসতো না।

—————
সন্ধান চাই
—————

হারিয়ে গেছে শান্তি, সততা
সঠিক শিক্ষা দান,
ভালোবাসা আজ ঠুনকো কাঁচের ন্যায় মেলে না কোন ভালোবাসার প্রতিদান।
মানুষের মাঝে অবক্ষয় দেখি প্রতিনিয়ত ,
জমে আছে শত শত মান অভিমান।
নিয়ম নিষ্ঠা, কৃতজ্ঞতা বোধ ধুঁকছে কালের গ্ৰাসে,
সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে চলাই মানুষ আজ বিভীষিকার ত্রাসে।

সহনশীলতা, দেখি না আজ রাগান্বিতে’র বেশ,
স্বাধীনচেতা মনোভাব পোষণ করে ,অসঙ্গতি দেখি শেষমেষ।
চারিদিকে আজ ঘন অন্ধকার
অশিক্ষার বাতাবরণ,
শিক্ষার নামে প্রহসন মনকে করছে হরন।

—————————–
টাকার ক্ষমতা (ছড়া)
—————————–
টাকার কাছে বিক্রি সবাই টাকাই ভালোবাসা,
টাকা ছাড়া এ জীবন
বাঁচার নেইতো আশা।

টাকা ছাড়া ভয়ংকর অ-সুন্দর মোদের সুন্দর এ জীবন!
টাকা ছাড়া মানসন্মান থাকবে না কোন বন্ধন।

টাকার বিনিময়ে কেনা যায় আজ সকল রাজসিক সুখ,
টাকা ছাড়া ভিখারী আমি পেলাম না ভালো মুখ।

টাকা দিয়ে কেনা যায় বিকেলের মাঠে খেলা,
টাকা দিয়ে সব মেলে জোটে আমার মতো একরাশ অবহেলা।
টাকা দিয়ে কেনা যায়
প্রিয় মানুষের মন,
বন্ধুত্বের আবদার সব মেটে ছোঁয় না শমন।

টাকার বিনিময়ে বাবার চিকিৎসা সেবা মেলে মাল্টি স্পেশাল হসপিটালে,
টাকা ছাড়া মৃত্যু শয্যায় আমার প্রিয় ভগবান পিতা- মাতা লোটায় মাটিতে বেহালে।
টাকা ছাড়া মায়ের ছেড়া শাড়ি, দুচোখে অশ্রু জল,
একটু খানি সুখ দিতে পারেনি এ মন দুঃখে বিহ্বল।
টাকা ছাড়া নিজের শখ- আহ্লাদ দিয়েছি বিসর্জন, ভালো থাকার অলীক স্বপন দেখে না আর এ মন!
জানি আমি টাকা জীবনের সব নয়,
তবুও টাকা ছাড়া প্রাপ্তির ঝোলা ফাঁকা আমি নাকি নির্দয়!
টাকা ছাড়া অসহায়ত্বের শুধু মেলে দীর্ঘস্বাস,
টাকার অভাবে লুকিয়ে বাঁচি এ জীবনে ঢেউ ওঠে নাভিশ্বাস!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102