রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জগৎটা কি সত্যিই মিথ্যার উপর দাঁড়িয়ে? বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বাহার উদ্দিন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্ষকরী সদস্য নিবার্চিত রাহী ওয়ান ট্রাভেলস এর চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী’ “সিআইপি” মনোনীত, সর্ব মহলের অভিনন্দন গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ডোমারে ব্যতিক্রমধর্মী চিকিৎসা ঘটনা: এক শরীরে দুই মাথার নবজাতকের জন্ম, অল্প সময়েই মৃত্যু নীলফামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশের শ্রদ্ধাঞ্জলি পীরগাছায় রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ কবিতাঃ নিরীহ এক কান্না

বিশ্বের নিষ্ঠুরতম শাসক চেঙ্গিস খান!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

পৃথিবী সৃষ্টির থেকে আজ অবধি প্রচুর নিষ্ঠুর শাসক এসেছেন যুগে যুগে যাদের হাতে হত্যা হয়েছে লাখ লাখ মানুষ এমন কি কোটি কোটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে!দক্ষল মানেই হত্যা হোক গদি দখল বা নতুন দেশ দখল! বিশ্ব ইতিহাস লেখকরা যাদের সামনে এনেছেন তার মধ্যে চেঙ্গিস খান সর্বোচ্চ রেকর্ড পরিমাণে হত্যা করেছেন যার সংখ্যা ৪/৫ কোটির মত!
পিনাচোট কুইন মেরি হিটলার তৈমুর লং জর্জ ডবলু বুশ প্রভূত —
জর্জ ডবলু বুশ ২০০৯ সালের স্প্যাপেনিশ জরিপ সংস্থার বিচারে বিশ্বের শীর্ষ ৮ জন খারাপ প্রেসিডেন্টের ভিতর অন্যতম যিনি লাখ লাখ লোক হত্যা করেছেন, যুদ্ধ বেপরোয়া খরচ করেছেন আবার সাংবাদিকের হাতে ছোড়া জুতার আঘাত খেয়েছেন!

প্রিয় পাঠক, বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক হচ্ছেন “চেঙ্গিস খান” ! তিনি প্রায় ৪ বা ৫ কোটি মানুষ হত্যা করেছেন নির্বিচারে! তার দেশ মঙ্গোলীয়া একসময় তাতার দস্যু দ্বারা আক্রান্ত হতো, তার বাবা তাতারদের হাতে মারা যান এ ঘটনা তাকে চেঙ্গিস খান তৈরি করেছে বলে বৃটিশ কোন কোন ইতিহাসবিদ বলেছেন!
তিনি গনচীন মঙ্গোলিয়া রাশিয়া আজার বাইজান আর্মেনিয়া জর্জিয়া ইরাক ইরান কাজাখস্তান কিরকিস্তান উজবেকিস্তান অখন্ড কোরিয়া কুয়েত দখল ও শাসন করেছেন! স্মর্তব্য, কিছু দেশ উল্লেখ করেছি যে-সব দেশ সোভিয়েত ইউনিয়নের দেশ বলে সবাই জানে,তার আগে ১২ শতকে এসব আলাদা দেশ ছিলো যেমন এগুলো ১৯৮৯ তে মার্কিন চক্রান্তে শাসক গর্বাচভ কে ফাঁদে ফেলে আলাদা করে দেয়া হয়েছে রাশিয়া কে দুর্বল করতে! এখন আবার এগুলো আলাদা দেশ!

পাঠক, চেঙ্গিস খান এত দেশ দখল করেছেন কিন্তু অনতি দূরত্বের ভারত দখল করতে যান নাই! একই ভাবে আলেকজান্ডার দি গ্রেট ও ভারত আক্রমণ করেন নাই! চেঙ্গিস খান আফগান পাঞ্জাব সিন্ধু বিজয় করে ফিরে যান! চেঙ্গিস খান কেন ভারত দখল করেন নাই তা সহস্যা বৃত হলে ও কোন একজন বৃটিশ ইতিহাসবিদ বলেছেন কিছু কারন!
১. ওভার পপুলেটেড দেশ,
২. বিশাল অখন্ড ভারত যার স্হলভাগ ছিলো অনেক বৃহৎ দেহি এবং নদী নালা পূর্ণ!
৩. ততকালীন মুসলিম শাসক ইলতুৎমিস ভারতের উত্তর ভারতের শাসক ছিলেন যার রাজধানী ছিলো “দিল্লি”! তিনি মামলুক সালতানাতের সাহসী যোদ্ধা ছিলেন! তার ধর্মনিরপেক্ষ শাসন হিন্দু প্রধান ভারতের একতা ছিলো এবং ইলতুৎমিস সবার ব্যাপক সর্থিত শাসক ছিলেন! দিল্লীর কুতুব মিনার তার হাতে তৈরি।
উল্লেখ্য, তার মৃত্যুর পর অপদার্থ ছেলেদের বাদে জনগন তার কন্যা “রাজিয়া সুলতানা কে” ক্ষমতায় বসায় যিনি ও ছিলেন কঠোর যোদ্ধা। তিনি ছিলেন ধর্ম বর্ণ বৈষম্য হীন শাসক । কুসংস্কার সব আমলে ছিলো, আজ আরও বেশী কেয়ামতের আলামত দেখি আমরা! একজন আফ্রিকান কালো মানুষ কে একটা রাজ দায়িত্বে নিয়োগ দিলে জনগন তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিক্ষোভ করে এবং তার শাসন আমলের সমাপ্তি ঘটে!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102