নিজস্ব প্রতিবেদক:
কবি, সাহিত্যিক, শিক্ষা নবিশ আইনজীবী ও প্রভাষক রাজ্জাকুন্নাহার সুমীকে এ বছরের আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ মনোনীত করা হয়েছে। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, সাহিত্যচর্চা এবং মানবিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
জীবন ও শিক্ষা:
১৯৯২সালের ২৫ শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচরে সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাজ্জাকুন্নাহার সুমী। ছোটবেলা থেকেই মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তিনি। তাঁর পিতা আব্দুর রাজ্জাক ভূইয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ। সমাজসেবাই ছিল যার মূলকাজ। তাঁর মা মিসেস রৌশনারা বেগম একজন রত্নগর্ভা মা। আট বোন ও এক ভাইয়ের মধ্যে সুমী ছিলেন পঞ্চম। স্বামী রিফাতুল ইসলাম রিফাত (ব্যবসায়ী) ও তিন কন্যা এবং এক পুত্র নিয়ে তার সুখের সংসার।
রাজ্জাকুন্নাহার সুমী সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে মানবিক শাখায় উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত গুরুদয়াল সরকারি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ২০১৯ সালে । এছাড়া ২০১৭ সালে ফার্মাসিস্ট( সি- ক্যাটাগরি) সফলভাবে অর্জন করেন। বর্তমানে এলএলবি অধ্যয়নরত।
পেশাগত জীবন:
মাধ্যমিক পাস করার পর থেকেই তিনি সামসুদ্দিন আহমেদ মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা শুরু করেন।
বর্তমানে রাজ্জাকুন্নাহার সুমী একটি কলেজে (সরারাচর হাজী এ্যাডভোকেট ওসমান গণি মডেল কলেজ) প্রভাষক (বাংলা) হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি ২০২০ সাল থেকে সাংবাদিকতায় ও নিয়োজিত আছেন।
বিশেষ অবদান:
ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়, আবৃত্তি, বিতর্ক, ছবি আঁকা বিষয়ে অর্জন করেছেন বিভিন্ন জাতীয় শিশু পুরস্কার। এছাড়া জিটিভি ও এসএ টিভিতে বিভিন্ন সময় তিনি ইসলামি গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। উপস্থাপনা, বই পড়া, কবিতা লেখা তার নেশা। অসংখ্য কবিতা তিনি রচনা করেন। এছাড়া বাঘা, আত্নজা, ভেল্কিবাজি ও গুরু নামে তিনি চারটি ছোটগল্প লিখেছেন।
মজার মজার রান্না করা আর ঘুরে বেড়ানো তার অন্যতম শখ।
তাঁর লেখা জাতীয় প্রিন্ট পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে নিয়মিত প্রকাশিত হয়। তিনি দৈনিক আজকালের আলো দৈনিক অর্থদৃষ্টি এবং মাসিক কালের নতুন সংবাদ ও জাতীয় সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার সাথে দীর্ঘদিন ধরে সংবাদ কর্মী হিসেবে লেখা লেখি করে আসছেন।