বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিমলায় জমি সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু কবিতাঃ মনোমিতা আজ বিজয় দিবস আমার জীবনে এক গভীর আনন্দের দিন হয়ে রইল ‎জবির বাঁধনের সভাপতি ওজিল, সাধারণ সম্পাদক লিশা বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে এ্যাবের শ্রদ্ধা নিবেদন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত “সিআইপি” অর্জন করায় ঢাকা ব্যবসায়ী সংগঠন থেকে শুভেচ্ছা স্মারক পেলেন বিএনপির নেতা শফিকুল ইসলাম রাহী জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন মোরেলগঞ্জে শ্রদ্ধা, স্মৃতি আর আগামীর প্রত্যয়ে ১৬ ডিসেম্বর পালিত

কবি মাহিয় মৌ এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ Time View

অন্ধকার কবর
===========

হঠাৎ আমার ডাক পড়িবে
ছাড়তে রঙিন বাড়ি,
ভোগ-বিলাশে মত্ত হয়ে
মৃত্যুকে যাই ভুলি।

যেই ঘরেতে যাবো আমি
থাকবো একা একা,
থাকবে না কেউ সাথে আমার
আমলনামা ফাঁকা।

প্রিয়জনদের দাফন শেষে
আপন নীড়ে যাওয়া-
আপন বলতে আল্লাহকে
হয় যেন পাওয়া।

সন্ধ্যা হলেও আমার ঘরে
জ্বালবেনা কেউ আলো,
পড়লে কুরআন সেই ঘরও
করবে জ্বলোমলো।

মাটি যখন দুপাশ থেকে
দিবে আমায় চাপা,
মূলক নামক সুরা তখন
দিবে তাকে বাঁধা।

পুন্য যদি থাকে আমার আমলনামাতে
দিনগুলো কেটে যাবে ঘুমের আসরে,
যেই ঘরে থাকবো আমি সারাজীবন ভর
সে ঘরের নামটি হলো অন্ধকার কবর।

তোমার দয়া চাই
============
তোমার দয়া চাই হে রাহমান
তোমার দয়া চাই,
তোমার দয়া ছাড়া মোদের
কোন গতি নাই।
রোজ হাশরের ঐ কঠিন দিনে
কেউ রবে না যখন পাশে
তুমি দিয়ো ঠাই!
তোমার দয়া চাই হে রাহমান
তোমার দয়া চাই।
বিচার কার্য দিবসে
আমি যদি হেরে যাই,
নসীবে মোর মিলাই দিয়ো
তোমার হাবীবের শাফায়াত!
তোমার দয়া চাই হে রাহমান
তোমার দয়া চাই।
যেই দিবসে মা বাবা
চিনবে না তার সন্তানকে,
সেই দিবসে তুমি ছাড়া
আপন মোদের কে আছে?
তুমিও যদি সেদিন মোদের
ঠেলে দাও দূরে,
তোমার এই অভাগিনী
যাবে কার দুয়ারে।
তুমি তো রাহমান, তুমি তো রাহিম
তোমার দয়ার সীমা নাই।
তোমার দয়া চাই হে রাহমান
তোমার দয়া চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102