শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দোকানঘর উচ্ছেদ ডিমলা কামিল মাদ্রাসা সেন্টারে অন্তর্ভুক্তির দাবিতে অধ্যক্ষ বরাবর আবেদন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ হারুন উর রশিদ সিকদারকে সংবর্ধনা সিংগাইরে ইমাম- মোয়াজ্জেমদের মাঝে সাত্তার খানের শীতবস্ত্র বিতরণ Where the Earth Sings in Light and Green ছোটগল্প: স্বরচিত কষ্ট- কলমে: ইরি অতনু কটিয়াদীতে গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন কবি নাসির আহমেদের সম্পাদনায় খুলনার কবি সাহিত্যিকদের জীবনালেখ্য গ্রন্থের মোড়ক উন্মোচন বাজিতপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বের বিস্ময় ডোনাল্ড ট্রাম্প!

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

প্রায় ৮০ বছরের ইউরোপ আমেরিকার বন্ধুত্ব আলগা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প! তিনি বুঝতে পারছেন সারাবিশ্বে অশান্তির মুল কারন, ইউরোপীয় দেশগুলো কে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন! ইউরোপের শক্তি বৃদ্ধি করায় তারা বিশ্ব সেচ্ছাচারিতায় লিপ্ত! রাশিয়া ইউরোপীয় দেশ, তার কিছু অংশ এশিয়ায় থাকায়, এশিয়ার দিকে ঠেলে দেয়া হয়েছে! আমেরিকা রাশিয়া মিশে গেলে বিশ্বে শান্তির সুবাতাস বইবে যা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন! তিনি ইউক্রেনে আর বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী নন!
ইউক্রেনে রাশিয়াকে যুদ্ধ অপরাধী প্রস্তাব জাতিসংঘে ইউরোপের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা!
দ্বিতীয় প্রস্তাব “অখন্ড ইউক্রেন রেখে মিমাংসা” এমন ইউরোপীয় প্রস্তাব ভন্ডুল করে দিয়েছে আমেরিকা!

প্রিয় পাঠক, ট্রাম্প পুতিন বৈঠক হবে রিয়াদে, আয়োজক সৌদি আরবের বাদশাহ সালমান! আপনাদের মনে আছে কিনা, আঙ্কারা “তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের” মধ্যস্হতায় দলিল সই করতে যেয়ে কলম বন্ধ করেছিলেন কৌতুক অভিনেতা জেলেস্কি, শুধু ইউরোপের “বরিস ও জো বাইডেন স্যারের” আশ্বাসে! তারা বলেছিলেন, “We will be with you with arms ammunition as wellas financial solvency as much as is required until achieve the victory ! We must defeat Russia and recover all compassion of the war from Putin as we did from Japan German after second world war ! (” তথ্য আলজাজিরা, বাক্য টা আমার তৈরি, আশ্বাস এমন ছিলো!) তখন বরিস বাইডেনের কথা না শুনে সমজতা করলে অখন্ড ইউক্রেন থাকতো, এমন চির পঙ্গু ইউক্রেন ধ্বংসযজ্ঞে পরিনত হতো না! আম বস্তা সব যেতো না!
স্মর্তব্য, ততকালীন বিশাল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে উন্নত একটা রাজ্য “ইউক্রেন”! এই পরিনতির জন্য স্রেফ শাসক দায়ী, তার অতিউৎসাহী শক্তিশালী হওয়ার নেশা এবং বাইডেন ইউরোপের আশ্বাসে আস্হা এনে জেনেশুনে বিষ পান! N A T O র সদস্য হওয়া যেন ছিলো কৌতুক অভিনেতা জেলেন্সে স্কির কাছে সোনার হরিণ, তিনি ছুটেছেন, আজ তা মরীচিকা!
রাজাকে রাজনীতি জানতে হয় সাথে পরমাণু যুগের গ্লোবাল পলিটিক্স ও বুঝতে হয়!

কৌতুক অভিনেতা হলে-ও “জেলেন্স স্কি” কিছু সত্যি কথা বলেছেনঃ
১. সারা ইউরোপীয় ২২ দেশ রাশিয়ার সাথে যুদ্ধ করলেও পরাজিত হবে মার্কিন সহায়তা না থাকলে!
সমস্ত ইউরোপীয় দেশ ২.৪ ট্রিলিয়ন প্রতিরক্ষা খাতে ব্যয় করে সারা বছর যে যুদ্ধ অস্ত্র তৈরি করে, রাশিয়া মাত্র তিন মাসে, মাত্র ১৩ বিলিয়ন বিনিয়োগে তার থেকে বেশী যুদ্ধাস্ত্র তৈরি করে!
বলতে হবে রাশিয়া কে ডোনাল্ড ট্রাম্প চিনেছেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে বিশ্ব জ্ঞানীর কাজ করেছেন!

আমি একজন ক্ষুদ্র দেশের ক্ষুদ্র লেখক, আমার কলমের বিচারে ” জেলে স্কি, তার মন্ত্রী পরিষদ ও জেনারেলদের ফাঁসি হওয়া উচিত! লক্ষ লোকের মৃত্যু, ৭৫ লক্ষ লোকের বিভিন্ন দেশের শরনার্থী হয়ে মানবতার জীবন যাপন এবং সুখশান্তি আরামে বসবাসের একটা দেশ কে ধ্বংস করার অপরাধে শুধু পদত্যাগ যথেষ্ট নয়!
রুমানিয়ায় চসেস্কু ও তার পরিবার কে প্রকাশ্য গুলি করে হত্যার বিচার যদি কেউ দেখে থাকেন, ঠিক তেমনটা হওয়া উচিত! এখন ও ইউক্রেনের ভাগ্যে কত ভোগান্তি অপেক্ষা করছে যা অজানা ও অজ্ঞাত! হয়তো মাটির নিচের সম্পদ মার্কিন যুদ্ধ দেনার দায়ে দিতে হবে যা মাননীয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন! বাইডেন যে সব দেশে গনতন্ত্র ধ্বংস করতে টাকা ঢেলেছেন হয়তো ডোনাল্ড ট্রাম্প তা রিকভার করতে চাইবেন! তিনি ভাষনে উম্মাহ প্রকাশ করেছেন,” কেন এশিয়াতে এত মার্কিন তহবিল ছড়ানো হয়েছে যা তিনি দেশ ও অর্থের পরিমান উল্লেখ করে হতবাক দৃষ্টিতে উপস্থিত মার্কিন জনতার দিকে তাকিয়েছেন!
উল্লেখ্য, ” ইউরোপ চলে মার্কিন শক্তিতে আর প্রযুক্তির কাচামালের সরবরাহ এশিয়া থেকে নিয়ে, এশিয়াকে আজ ও Devide and Rule এর ফর্মূলায় রাখে!” আফ্রিকা থেকে তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
কুরআন গীতা বাইবেলের মতে মুসলিম হিন্দু খৃষ্টান হোন, লেবাসে নয়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

সরিষাবাড়িতে তুখোড় ছাত্রদল সেক্রেটারি সহঃঅধ্যাপক রুকন আর নেই মতিউর রহমান,সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচীব ও সরিষাবাড়ি কলেজের মার্কেটিং বিভাগের সাবেক সহঃ অধ্যাপক মাজহারুল ইসলাম রুকন গত রাত ২:৩০ ঘটিকায় উত্তরা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।ইন্নাহ,,,,,রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মহাদান ইউনিয়নে জন্মগত নাগরিক ও স্থায়ী বসতি শিমলা টাউন। মরহুম রিয়াজ উদ্দিন ডাক্তারের ২য় সন্তান মাজহারুল ইসলাম রুকন। মৃত্যুকালে তিনি ৩ ভাই ২ বোন ও স্ত্রী- সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। ৭ ডিসেম্বর বাদ আছর সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট হাই স্কুল মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাযে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,সরিষাবাড়ি কলেজের সহঃ অধ্যাপক খায়রুল আলম শ্যামল,আমিমূল এহসান শাহীন,পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন,সাধারণ হসম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অধ্যাপক /শিক্ষকবৃন্দ/ কর্মচারীবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ ও অসংখ্য গুনগ্রাহি উপস্থিত থেকে বিদহী আত্মার মাগফেরাত কামনা করেন।

© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102