সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের কারবালা মোড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১, আহত ২ আদালতে হাজিরা দিলেন ‘মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা ভুমি দস্যু জাকির হোসেন মুন্সী বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে: আনিসুল হক জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ পাশে থাকলেই সবাই আপন হয় না সখ করে স্বাধীনতা হারায় আহম্মক! মোরেলগঞ্জে ইংরেজ নীলকুঠি ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস-ঐতিহ্যের বেদনাবহ ধ্বংসস্মৃতি কবিতাঃ গাঁয়ের জীবনকথা জগন্নাথপুরে এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই

সিলেটের বিশ্বনাথে ‘হোটেল-রেস্টুরেন্টে’ মোবাইল কোর্ট পরিচালিত:জরিমানা আদায়

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের ‘নতুন ও পুরাণ বাজার’ এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে ‘হোটেল-রেস্টুরেন্টে’ অপরিস্কার ও অনিরাপদ পরিবেশে খাবার প্রস্তুতি, ভেজাল খাদ্য বিক্রি, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ করা ও মূল্য তালিকা না থাকায় দুই বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৩৮, ৪০ ও ৪২ ধারায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে এবং অত্যাবশ্যক পন্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬’র ৩(ঘ) ধারায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ওই জরিমানা করে ‘ইউএনও-এ্যাসিল্যান্ড’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের ‘আল-মদিনা হোটেল, প্রানসী রেস্টুরেন্ট, রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্ট, পাঁচ ভাই হোটেল ও তিন ভাই হোটেল’কে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করে।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের ‘ডিমের দোকান, বিস্কুটের দোকান, সবজির দোকান’কে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী’সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102