সিলেট প্রতিনিধি:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে না থাকলে নাগরিকদের বিড়ম্বনা পোহাতে হবে। তাই এনআইডি র কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবি জানান। এই (এনআইডি) সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে অন্য সংস্থায় নেওয়ার ষড়য়ন্ত্র চলছে। এতে এই সেবা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে ডাটা ডুপ্লিকেশন ও ডাটাবেজ ম্যানুপুলেশন হওয়ার আশঙ্কা রয়েছে। ডাটাবেজ সুরক্ষার স্বার্থে (এনআইডি) সেবা নির্বাচন কমিশনে রাখার দাবি জানান বক্তারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া সহ কর্মচারী বৃন্দ।