আলো প্রতিবেদক:
চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার ফেসবুক আইডি থেকে দিদিমাকে হারিয়ে যে আত্মপ্রকাশ করছে তাই আলো মিডিয়া গ্রুপ পরিবার লেখাটি পড়ে খুবই কষ্ট পেয়েছে। মাগুরা, শ্রীপুর এর হাজরাতলা গ্রামের প্রিন্সিপাল শ্যামল বিশ্বাস এর মা সাগরিকা বিশ্বাস গত (১০ই মার্চ) সকাল সাতটা নাগাদ হঠাৎ করে অসুস্থতা বোধ করে। তার কিছুক্ষণের মধ্যেই ছেলে নাতি-পুতির সকল এর উপস্থিতিতে নিজ বাড়িতে বসে চির নিদ্রায় চলে গেলেন। চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনাতে থাকেন। দিদিমার মৃত্যুর খবর শুনে তিনিও অসুস্থ হয়ে পড়েন।তাই খুলনা থেকে যেতে যে সময় প্রয়োজন তার সৎকারের আগে পৌঁছাতে পারবেনা এজন্য যেতে পারেননি। এইজন্য তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন। তিনি শুধুমাত্র একজন চিত্রশিল্পী নয় তিনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তিনি আলো মিডিয়া গ্রুপের একজন উপদেষ্টা। তার সঙ্গে আলো মিডিয়া গ্রুপ পরিবারের দীর্ঘ বছর ধরে একটি সুসম্পর্ক রয়েছে। তিনি কবি সাহিত্যিক তাই বয়োজ্যেষ্ঠদের সম্মান করেন এবং তাদের জীবনী লেখার মাঝে তুলে ধরেন। সাগরিকা বিশ্বাসের তিন ছেলে একটিমাত্র মেয়ে এবং মেয়ের ঘরের একমাত্র জামাই তিনি। দিদিমা তাকে খুব ভালবাসতেন। কিন্তু মৃত্যুর পরে তিনি শেষ দেখাটা দেখতে পারেননি। তিনি সেই কষ্ট তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তার মৃত্যুর খবরটি দেরিতে পাওয়ায় নিউজটি তুলে ধরতে দেরি হয়েছে। তিনি ২০১৮ সালে স্বামীকে হারিয়ে ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে বেশ আনন্দে ছিলেন। তিনি একজন আদর্শ মাতা ছিলেন সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেছেন ।তার মেঝো ছেলে প্রশাসনিক ডিপার্টমেন্ট এ চাকরি করতেন। ছোট ছেলে কলেজের প্রিন্সিপাল এবং ছোট বৌমা সরকারি নার্স।সেই ধারাবাহিকতায় নাতিরাও চাকরি করছেন। তার এই চলে যাওয়াকে কেন্দ্র করে পরিবারের স্বজনরা খুবই ব্যথিত। আলো মিডিয়া গ্রুপ ও গভীরভাবে শোক প্রকাশ করছেন। তিনি যেন স্বর্গবাসী হন।
এবং তার পরিবারের সকল সদস্যরা যেন এই শোক কাটিয়ে পুনরায় স্বাভাবিক জীবন যাপন করতে পারেন এমন প্রত্যাশায় আলো মিডিয়া গ্রুপ এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু।