সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের কারবালা মোড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১, আহত ২ আদালতে হাজিরা দিলেন ‘মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা ভুমি দস্যু জাকির হোসেন মুন্সী বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে: আনিসুল হক জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ পাশে থাকলেই সবাই আপন হয় না সখ করে স্বাধীনতা হারায় আহম্মক! মোরেলগঞ্জে ইংরেজ নীলকুঠি ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস-ঐতিহ্যের বেদনাবহ ধ্বংসস্মৃতি কবিতাঃ গাঁয়ের জীবনকথা জগন্নাথপুরে এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই

মধ্যনগরে ৮২ গ্রাম সমন্বিত জগন্নাথ জিউর মন্দিরে চলছে ৪০প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯৪ Time View

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:

বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে সুনামগঞ্জের মধ্যনগরে ৮২গ্ৰাম সমন্বিত শ্রী শ্রী জগন্নাথ জিউর আশ্রম কমিটির উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ মন্দির অঙ্গনে ৪০প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু।

আজ ২৯শে ফাল্গুন শুক্রবার অরুণোদয় হইতে ৪ই চৈত্র মঙ্গলবার পর্যন্ত ৪৫তম বাৎসরিক হরিনাম সংকীর্ত্তন ৫দিন ব্যাপী চলবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে হরিনাম সংকীর্ত্তন শ্রবণ করার জন্য মন্দির কমিটি আমন্ত্রণ জানিয়েছেন।অধিবাস কীর্তন পরিচালনায় মধ্যনগর উপজেলা সংলগ্ন পিঁপড়াকান্দা গ্ৰামের মিলন সম্প্রদায়।নাম সুধা পরিবেশনায় থাকবে শ্রী শ্রী নিত্য গোপাল সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী শ্রী গৌর ভক্ত সম্প্রদায় (মজলিশপুর), শ্রী শ্রী কানাই সম্প্রদায় (গোপালগঞ্জ),শ্রী শ্রী গুরু দক্ষিণা সম্প্রদায় (বি-বাড়ীয়া), শ্রী শ্রী আনন্দময়ী সম্প্রদায়(সাতক্ষীরা)। মধ্যনগর উপজেলা সদরের বাসিন্দা কবি ও লেখক অজয় রায় বলেন, বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে
আয়োজিত এ ধর্মীয় উৎসবে সকলের উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে,এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমাগম ঘটে। এ উৎসব ঘিরে মানুষে মানুষে মেলবন্ধন, ভ্রাতৃত্ববোধ সম্প্রীতির বন্ধন ঘটে।

সাধারণ সম্পাদক স্বদেশ রঞ্জন রায় বলেন, হাওর অধ্যুষিত মধ্যনগর ৮২ গ্রাম সমন্বিত ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসব এটি প্রাণের উৎসব,পাঁচদিনব্যাপী প্রতিদিন সহস্রাধিক ভক্ত দর্শণার্থীদের সমগম ঘটে।
শেষের তিনদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মন্দির কমিটির সভাপতি গোপেশ তালুকদার মিন্টু বলেন,মধ্যনগর উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এটি। প্রতিবছর নির্দিষ্ট তিথিতে
এ মহোৎসব অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বৃহত্তম এ উৎসব সুষ্ঠুভাবে সমাপনের নিমিত্তে মন্দির কমিটি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় দেখা যায় মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার মন্দির প্রাঙ্গণে উৎসব এর বিভিন্ন কাজে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102