শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৩ Time View

এম. শাহেদ সরওয়ার- আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম রাউজান উপজেলার সামাজিক ও মানবতার সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪র্থ তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ মার্চ) ইউএই দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ নাহিদ আল মদিনা রেস্টুরেন্ট হল রুম ময়দানে এনপিকেপি’র সিনিয়র সদস্য ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সিনিয়র সদস্য এম. শাহেদ সরওয়ার। এতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, নাতে মোস্তফা (দ.) পেশ করেন মৌলানা মুহাম্মদ তৌসিফ রেজা আলকাদেরী।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর বাংলাদেশ থেকে আগত অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সদস্য ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম।

ইফতারের আগে দোয়াপর্বে রমজানের ফজিলত বর্ণনা করতে যেয়ে বক্তারা বলেন, রমজান মাসই অধিক সওয়াব প্রাপ্তির জন্য যাকাত দেওয়ার উপযুক্ত মৌসুম ও শ্রেষ্ঠতর সময়। রোজাদার ধনী লোকেরা অসহায়দের যাকাত প্রদান করার ফলে সমাজের গরিব-নিঃস্ব ব্যক্তিরা দারিদ্র্যের কশাঘাত থেকে রেহাই পায় এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হয়। রমজান মাসে ধনী লোকেরা দরিদ্রদের যাকাত প্রদানের ফলে উভয় শ্রেণির মানুষের মধ্যে লেনদেন হয় এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

ইফতার মাহফিলে নদিমপুর প্রবাসীদের মিলন মেলায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য মোহাম্মদ আজিজ চৌধুরী, ওয়াজের নিজাম চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, পরিষদের সদস্য যথাক্রমে মোহাম্মদ হাসান, জাহেদুল ইসলাম, নাছির উদ্দিন, আলতাফ উদ্দিন জনি, মোজাহেরুল হক, নুরউদ্দিন খাঁন বাবর, আবুল ফয়েজ মোস্তফা, সেলিম উল্লাহ, মোহাম্মদ ইব্রাহীম, আলতাফ হোসেন রিটন, শাফায়াত হোসেন, মোহাম্মদ মাহাবু, মোহাম্মদ খোকন, সাগর চৌধুরী, সোহেল চৌধুরী, মোহাম্মদ মিনার, মোহাম্মদ সুজন, মহিম, রবিউলসহ প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে মিলাদ ও ক্বীয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। মুনাজাতে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইফতার মাহফিলে বহিবিশ্বের নদিমপুর প্রবাসী এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া খায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102