সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২০ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে গার্মেন্টসে কাজ করা স্বামী-স্ত্রীকে মারধর করে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও ১ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীদের মারধর করা হয়।
বৃহস্পতিবার (৩এপ্রিল) দুপুরে নিয়ামতপুর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিথী খাতুন নামের ওই ভুক্তভোগী। তাঁরা হলেন কানইল এলাকার আমেদ আলীর ছেলে সোহেল(৩০), জুল্লু সরদারের ছেলে জাহাঙ্গীর (২৮), মৃত আব্দুর রহমানের ছেলে সাগর আলী, সামেদ আলীর ছেলে আরিফুল ইসলাম, মনতাজ আলীর ছেলে মজিবর রহমান (৪০)।

জানা গেছে, বুধবার(২ এপ্রিল) রাজশাহী জেলার বাগমারা হতে রাত ৮ টার দিকে ভ্যানযোগে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কানইল শশুর বাড়ি এলাকার কানইল গোরস্থান এলাকায় পৌঁছালে পথরোধ করে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে বিথীর স্বামী নছিব। তাদের চিৎকারে লোকজন ছুটে আসার আগেই তারা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

পরে স্হানীয়রা উদ্ধার করে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
বিথী খাতুন বলেন, আমাদের পথরোধ করে এমনভাবে লোহার রড দিয়ে মারধর করেছে যাতে মনে হয় আমরা অপরাধী। ঋণ পরিশোধের টাকা ছিনিয়ে নেওয়ায় আমাদের চরম আতঙ্কে দিন কাটছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
তবে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন বিবাদীরা। তাঁরা বলেন, এ ধরনের কোন ঘটনার সাথে আমরা জড়িত নেই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102