খুলনা প্রতিনিধি:
খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর প্রাক্তন শিক্ষার্থী তুলি সাধু খুলনা আর্ট একাডেমিতে ২০১৫ সালে ভর্তি হয়েছিল।
খুলনা আর্ট একাডেমি থেকে কোর্স শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে চান্স পেয়ে পড়ার সুযোগ পেয়েছিলো।আজ ০৫ এপ্রিল চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে ফোন দিয়ে একটি সুখবর জানায় স্যার নৌ পরিবার শিশু নিকেতন, খুলনা, চারুকলা বিষয়ে জুনিয়র শিক্ষক হিসেবে
আমি চাকরি পেয়েছি। খবরটি শুনে চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রিয় ছাত্রীকে অভিনন্দন জানায় এবং আশীর্বাদ করে কর্মস্থানে যোগদান করে কর্মের মাধ্যমে প্রশংসা অর্জন করো। এখন এই শিল্পী সম্পর্কে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অভিমত ব্যক্ত করবেন, চিত্রশিল্পী তুলি সাধু,বি. এফ. এ অনার্স ,এম. এফ. এ মাস্টর্স,খুলনা ইউনিভার্সিটি থেকে চারুকলা অনুষদে পড়াশোনা শেষ করেছে।খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর মেধাবী শিক্ষার্থী ২০১৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে মেধা তালিকায় ১৬তম হয়েছিলো। এরপরে খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন থেকে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে বি.এফ.এ পাস করেছে। ফাস্ট ক্লাস সেকেন্ড হয়ে এম.এফ.এ মাস্টার্স পাশ করেছে।বিশ্ববিদ্যালয়ে একাধিক বার মেধাবৃত্তিসহ, ইউজিসি মেধাবৃত্তি ও থিসিস গ্রান্ট অর্জন করেছে।তাকে নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি ।পড়াশোনা শেষ করার পরে যশোর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে চাকরি হয়েছিল কিন্তু পিতা ছোট মেয়েকে ছাড়া থাকবে কি করে,এমন কথা মেয়ের কাছে প্রকাশ করলে মেয়ে চাকরিতে যোগদান করেনি।পড়াশোনা শেষ করে বাবার সাথে ব্যবসা "মাতৃ মিষ্টান্ন ভান্ডার" দেখাশুনা করতেন। নিজ উদ্যোগে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে যার নাম, "অনুপ মেমোরিয়াল আর্ট একাডেমি" পরিচালনা করেন।আজ পিতা বেঁচে থাকলে এই আনন্দের সংবাদ শুনলে অত্যন্ত খুশি হতেন,গত ১৪ ই, জানুয়ারি ২০২৫, পিতা স্বর্গীয় শ্যামল চন্দ্র সাধু ইহলোকের মায়া ত্যাগ করে চির নিদ্রায় চলে গেলেন। এখন চিত্রশিল্পী তুলি সাধুকে খুলনা আর্ট একাডেমির সদস্যরা যে যেখানে আছেন সবাই তুলির জন্য আশীর্বাদ করবেন সে যেন আগামী ৬ এপ্রিল যে দায়িত্ব পাচ্ছেন তা আদর্শ শিক্ষিকা হিসাবে সুনাম অর্জন করতে পারে এমন প্রত্যাশায় -
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি।