সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে আরসিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাঁধায় কাজ বন্ধ, ভোগান্তি জনসাধারণের! সুনামগঞ্জ-৩ আসনে তালহার কৌশলী প্রচারণা, উঠান বৈঠকে অনুপস্থিত দুই খেলাফত প্রার্থী কবিতাঃ অনুভবে বিজয় কবিতাঃ কিষাণী বউ! কবিতাঃ পতি পরমেশ্বর ! জগন্নাথপুরে খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাক আহমদের গণসংযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে প্রশাসনের মত বিনিময় জয়কলস ইউনিয়নে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল প্রতীকের গণসংযোগে জনস্রোত জগন্নাথপুরে সর্বত্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে অটোরিকশার দীর্ঘ লাইন আমিরাবাদ রিদুয়ান স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা সম্পন্ন

অপারেশন ডেভিল হান্ট : জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা ঝুনু গ্রেফতার

Coder Boss
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ Time View

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা যোবায়ের আহমেদ ঝুনুকে গ্রেফতার করেছে।
অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (৫ এপ্রিল) শনিবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ দুপুরে তাকে পুলিশী প্রহরায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে তার গ্রেফতারের খবরে এলাকায় সস্থি ফিরে এসেছে বলে গ্রামের
অনেকেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রামবাসীর অভিযোগ, জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামের ছন্দু মিয়ার ছেলে ও ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ঝুনু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।
তিনি ইসমাইল চক (উত্তরপাড়া) জামে মসজিদের জমি দখল, ক্ষমতার অপব্যবহার করে জলমহাল লুট সহ নানা অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন।
এ নিয়ে ইসমাইলচক (উত্তরপাড়া) জামে মসজিদ কমিটির সেক্রেটারী ময়না মিয়া বাদি হয়ে ইতোপূর্বে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
মসজিদ কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক ময়না মিয়া, কোষাধ্যক্ষ মাসুক মিয়া সহ গ্রামের অনেকেই জানান, আওয়ামী লীগ নেতা যোবায়ের আহমেদ ঝুনু ইতোপৃর্বে ইসমাইলচক (উত্তরপাড়া) জামে মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মসজিদের জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে গ্রামের নিরিহ লোকজনের জমি দখল সহ এলাকার বিভিন্ন জলমহাল লুট করেছে।
এছাড়া মসজিদের দেয়াল নির্মাণের নামে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা উত্তোলন করে হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে আত্মসাৎ করেন।
তার এহেন আচরণ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীর পক্ষে ইতোপৃর্বে জগন্নাথপুর থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তার নানা অপকর্ম ও অনিয়ম-দুর্নীতির বিচার দাবি করছি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যাক্তি একটি নিয়মিত মামলার আসামী, তার বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102