মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চাপাইতি বাজারে সর্বস্তরের জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সুনামগঞ্জ ১আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির।
আজ ৬ই এপ্রিল রবিবার দুপুর ১২টা থেকে ১ঘটিকা পর্যন্ত চাপাইতি বাজারে সকল শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ৩১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমা নজির।
আরও বক্তব্য তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গুলেনুর মিয়া,সাবেক দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সুজন মিয়া,উপজেলা যুবদলের সদস্য শামিম আহমেদ আকাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী, সদস্য নাইম হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মিয়া সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।