চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগতের পাপ বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য মা ধরার মাঝে পূর্ণ ভূমি অযোধ্যা নগরীতে দশরথ নন্দন রূপে আবির্ভূত হন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্র। তাই উক্ত মহা পবিত্র তিথিকে শ্রীরাম নবমী বলে আক্ষা করা হয়।
প্রতিবছরের ন্যায় এবারও ভগবানের কৃপায় মা বীণাপাণি অমৃত সংঘ কর্তৃক মা বীণাপাণি অঙ্গন নরসিংদীতে ভগবানের কৃপায় সকল ভক্তদের সহযোগিতায় ও মিলন মেলায় খুব সুন্দর এবং সাত্ত্বিকতার সাথে পুরুষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের শ্রীচরণে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয় অদ্য ২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ৬ই এপ্রিল ২০২৫ রবিবার, তার সাথে সকল ভক্তদের সমাগমে মুখর হয়ে ওঠে মা বীণাপাণি শ্রীরাম নবমী পূজা ও ভক্ত মহা সম্মেল ২০২৫।
মা বীণাপাণি শ্রীরাম নবমী পূজা ও ভক্ত মহা সম্মেল ২০২৫ বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ করেন শ্রী অজিত কুমার সূত্রধর সভাপতি মা বীণাপাণি অমৃত সংঘ এবং শ্রীরাম কথা আলোচনা করেন শ্রী গৌরমোহন দাস শিক্ষক মা বীণাপাণি অনলাইন ক্লাস এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কারক সমিতি।
মা বীণাপাণি অঙ্গনে শ্রীরাম নবমী পূজা ও ভক্ত মহা সম্মেলনের সকল আনুষ্ঠানিকতা ও সকল জীব ও জগতের মঙ্গল প্রার্থনা সম্পন্ন হওয়ার পর আগত সকল ভক্তদের মাঝে মধ্যান্হে মহা প্রসাদ বিতরণ করা হয় ভগবানের কৃপায়।
এভাবেই ভগবান সবাইকে কৃপা করুন 🙏
আসছে বছর আবার হবে…..
জয় শ্রী রাম
পরমেশ্বর ভগবান সকল জীব ও জগতের মঙ্গল করুন 🙏
ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি
জয় মা গীতা জয় মা বীণাপাণি