মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

কবিতাঃ স্বার্থের সংগ্রামী জীবন

Coder Boss
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

কলমেঃ এম. সোহেল রানা

 

জন্ম থেকে মৃত্যু অবধি যুদ্ধ আর সংগ্রামের মাধ্যমেই জীবনকে টিকিয়ে রাখতে হয়েছে,

যত দিন নিজের শারিরীক সুস্থ্যতা ও স্বক্ষমতা আর অর্থ স্বচ্ছলতার সংগ্রামে পরিপূর্ণতা ছিল

সেদিনও পৃথিবীর সকলেই তোমার পক্ষে ছিল

আর গেয়েছিলো তোমার স্ব-পক্ষের গুণগান।

 

সেদিন কতশত তোমার আপন জনেরা-

আপন স্বার্থে বুকে টেনে বলেছিল কেঁদে কেঁদে

বলেছিল- গলা ফাটিয়ে তুই একমাত্র বংশের ধন

কতজন যে তখন সেজেছিল খুঁড়িয়ে আপনজন।

 

স্বার্থ শেষে স্বাদ ফুরালে মুখ লুকিয়ে চলবে তখন

এটাই কি জীবন! আপন কি ছিল তাহলে মোর সুস্থ্যতা ও সক্ষমতা আর অর্থের স্বচ্ছলতা!

সবে রক্তের সম্পর্ক আড়াল করে রাখছে গোপন।

 

যখনই দেখবে তোমার শারিরীক সুস্থ্যতা ও

স্বক্ষমতা আর অর্থ স্বচ্ছলতা ক্রমে ক্রমেই

দূর্বলের দিকে হাতছানি দিয়ে ডাকছে

তখনই দেখবে রক্তের বাঁধনও পর্যায়ক্রমে-

ছিঁড়ে যেতে বসেছে নেই কেউ আর তোমার স্বপক্ষে

এতটুকু সময় দিতে আপসোস করার মত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102