সানজিদা রুমা, নরসিংদী
নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চরআড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে রায়পুরার চরাঞ্চলের বাঘাইকান্দি বাজারে এই প্রতিবাদ সভার আয়োজন করে চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপি ও স্থানীয় গ্রামাবাসী। এসময় স্থানীয় গ্রামবাসী ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহার মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, তার স্ত্রী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুদা জামান, ইউপি সদস্য জালাল ইউপি সদস্য বশির ইউপি সদস্য জাকির সাবেক ছাত্রদলের সভাপতি নূরে আলম কাজী প্রমুখ।
এসময় বক্তারা দাবী করেন, ঈদের দিন ঈদগাহ মাঠে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তারা সংবাদ সম্মেলনে দাবি করেন মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৫ শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়। এর সাথে কোন ভাবেই সাবেক এই চেয়ারম্যান এবং বর্তমানে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা হাসানুজ্জামান সরকার জড়িত নয়। মুলত দল ও দলের বাইরের কিছু মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে হাসানুজ্জামান সরকারকে জড়িয়ে মিথ্যা প্রচার করছে। যা মানহানিকর, মিথ্যা, বানোয়াট এবং অপপ্রচার। তাই এই নেতার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহব্বান জানানো হয়।