পড়ার মতো পড়ি
পড় খোকা বইটা নিয়ে,
নিজের মত করে।
জীবন টাকে স্বপ্ন নিয়ে,
তুলবে তুমি গড়ে।
পড়ার মাঝে লুকিয়ে আছে,
মজার হরেক গল্প।
সেই গল্পে যাই হারিয়ে,
সময় নিয়ে অল্প।
পড়ার মতো পড়ি মোরা,
খেলার মতো খেলি।
জীবনটাকে নিজের মতন,
এগিয়ে নিয়ে চলি।
শুনি চাঁদের গল্প
দুর আকাশে সন্ধ্যা বেলায়,
চাঁদ উঠেছে ভেসে।
মনের খুশিতে খোকা খুকু,
দেখছে হেসে হেসে।
চাঁদের বুড়ী থুড় থুড়ি,
চরকা ঘোরায় শুধু।
দিন রাত সুতা কাটে,
চোখে দেখি তা ধু ধু।
রাত জেগে মায়ের কাছে,
শুনি চাঁদের গল্প।
চাঁদ উঠলে দুর আকাশে,
ঘুম আসে না অল্প।
সুখ দুঃখের কবিতা
এই দুনিয়ায় কেউ পারে না
দিতে মানুষের সুখ।
এই দুনিয়ায় সকল কষ্ট,
মানুষের আসে দুখ।
সুখের লাগিয়া মানুষগুলো,
ছুটছে অতি খুব।
ছুটছে মানুষ সুখের পিছে।
দুঃখের বেলায় চুপ।
সুখের তরে ছুটছে মানুষ,
বহু দিন মাস বছর।
সুখ তবুও দেয় না ধরা,
আসে হাসর নসর।
মানুষকে তুমি বাসলে ভালো,
আসবে সুখের আলো।
সেই আলোতে আসবে সুখ,
যাবে সব দুঃখের কালো।
সূর্য মামা
সূর্য মামা রোজ সকালে,
উঠে পূর্ব দিকে।
সূর্য মামা রোজ বিকেলে,
ডুবে পশ্চিম দিকে।
সূর্য মামা তাপ দেয়,
আরও দেয় শক্তি।
মাঠ ঘাট শুকায় মামা,
দুর হয় যতো সস্তি।
সূর্য মামা রোজ রোজ,
দেয় মোদের আলো।
সূর্য মামা যখন ডুবে,
নেমে আসে সব কালো।