খুলনা অফিস:
খুলনা উন্নয়নে সমন্বয় তৈরী এবং কে ডি এ পরিত্যক্ত জায়গা ও স্হাপনায় সরকারি রাজস্ব আদায় শতভাগ নিশ্চিত এর লক্ষ্যে আজ বেলা ১২ টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ( কে ডি এ ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু ও নতুনতারা,র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, দৈনিক স্বদেশ বিচিত্রা,র খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুর মিনা। ডি এ চেয়ারম্যানকে জাতীয় পত্রিকা দৈনিক স্বদেশ বিচিত্রা ও শেখ আবু আসলাম বাবু রচিত দৌলতপুরের শেখ বংশের ইতিহাস গ্রন্থটি আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।