অথই নূরুল আমিন:
দাওয়াত পত্র, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু মুহতারাম, মহান আল্লাহ্ তা' আলার নিকট শুকরিয়া আদায় করে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১০ এপ্রিল ২০২৫ ইং, রোজ : বৃহস্পতিবার বাদ আছর " আন - নাজাত বাইতুল উলূম মাদ্রাসা ও অত্র এলাকাবাসির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনের প্রধান বক্তা, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, (কুয়াকাটা,) মুহতামিম : জামিয়া তা' লীমিয়া ঢাকা। আরো দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ তাশরীফ আনবেন।
আরজ গুজার : আলহাজ্ব হাফেজ আলী আহমাদ। প্রতিষ্ঠাতা পরিচালক, আন- নাজাত বাইতুল উলূম মাদ্রাসা। মোহাম্মদপুর, ঢাকা।
প্রধান অতিথি : আলহাজ্ব মুহাম্মদ নাসিম খাঁন, ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, মোহাম্মদপুর থানা শাখা ও ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদপুর বিল্ডার্স।
প্রধান মেহমান : আলহাজ্ব জোনায়েদ আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও ব্যবসায়ী। চেয়ারম্যান, এইস্ ডিজাইন এন্ড টেকনোলজি লিমিটেড।
সভাপতিত্ব করবেন : জনাব মুহাম্মদ জামাল সরদার, ব্যবস্থাপনা পরিচালক, সরদার পাওয়ার ইঞ্জিনিয়ারিং।