ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ):
এনায়েতপুরে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তাওহীদী জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বুধবার বিকেলে এনায়েতপুর হাট জামে মসজিদের সম্মুখ থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয় এবং বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে গিয়ে মিছিল পরবর্তী মানববন্ধনে মিলিত হয়। তাওহীদী জনতার এই বিক্ষোভ মিছিলে নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলপূর্ব বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোফাজ্জল হোসেন, বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, এনায়েতপুর হাট জামে মসজিদের পেশ ইমাম প্রভাষক মাওলানা হোসাইন মোহাম্মাদুল্লাহ, ছাত্রনেতা আব্দুস সালাম, ছাত্রসংগঠক মাসুদ রানা, শিক্ষক মাওলানা আল আমিন হোসেন, যুবনেতা ফরিদ প্রমুখ।
বক্তাগণ বলেন, ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে গণহত্যা চালিয়ে ২০০ কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র ধিক্কার জানাই। তারা বলেন অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। একদিন ফিলিস্তিনে বিজয় আসবেই ইনশা আল্লাহ। বক্তাগণ ইসরায়েলের পণ্য বয়কট করার আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা সভাপতি শেখ মো : আইয়ুব আলী, শ্রমিকনেতা সোলায়মান হোসেন, মাওলানা রেজাউল করিম, মাওলানা ওয়াক্কাস আলী, খতিব মাওলানা গোলাম আজম ইউসুফী, খতিব মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হাকিম মীর, খতিব মাওলানা মোহাম্মদ আলী, হাফেয ইমান আলী, ছাত্রনেতা ফয়সাল খোন্দকার, শেখ ফরিদ প্রমুখ।